মোহনা বিশ্বাস, হুগলীঃ
বেআইনী অস্ত্র সহ বিজেপির রিষড়া মন্ডলের সভাপতি ভাস্কর শীলকে গ্রেপ্তার করলো রিষড়া থানার পুলিশ। একটি বেসরকারী সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন ভাস্কর। রিষড়া থানার অন্তর্গত লক্ষ্মী পল্লীতে তার বাড়ি।
বৃহস্পতিবার বাড়ির কাছের বিজেপি কার্যালয় থেকে ভাস্করকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আজ বিজেপি নেতা ভাস্কর শীলকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল ঘোষ বলেন, মিথ্যে অভিযোগ এনে এভাবেই ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের। যতদিন যাচ্ছে রিষড়া বিজেপি সংগঠন শক্তিশালী হয়ে যাচ্ছে। আর সেই কারণেই পুলিশের সাহায্য নিয়ে মিথ্যে অস্ত্র আইনে ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের।
অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, এইধরনের অস্ত্র দেখিয়েই ভোট লুঠের চেষ্টা করে বিজেপি। এইরকম অস্ত্র দেখিয়ে মানুষকে ভয় দেখানোই বিজেপির সংস্কৃতি। এরা আর কিছু পারে না। বিজেপির বিরুদ্ধে এইসব অভিযোগ নিয়ে আদালতে বিক্ষোভ দেখায় তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584