মনিরুল হক, কোচবিহারঃ
খেলা হলে ধোলাইও হবে। কোচবিহারে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমন ভাবেই তৃণমূল কংগ্রেসকে কার্যত হুমকি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস খেলা হবে মানে ভোটারদের ভয় দেখিয়ে ভোট লুট করার চেষ্টা করবে। আর তা যদি করতে আসে, তবে ধোলাইও খেতে হবে তৃণমূলকে।”
এদিন তিনি আরও জানান, খুব অল্প সময়ের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে যাচ্ছে। এবার নির্বাচন কমিশন শুধু বুথেই নয়, এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে বলে বিজেপিকে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। ফলে মানুষকে ভয় দেখিয়ে ভোট করাতে পারবে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের দাবি মত কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হয় নি, কারণ ওই সময় গোটা দেশে নির্বাচন ছিল বলে দাবি করেন রাহুল বাবু। এরপরেই তিনি জানান, এবার শুধু পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। আর তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোন সমস্যা হবে না।
আরও পড়ুনঃ বাবুরহাটের সভা থেকে মমতাকে পাল্টা আক্রমণ বিজেপির
এদিন রাহুল বাবু সিপিআইএমের বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েন নি। তাঁর দাবি, “সিপিএমের পার্টি অফিস খোলার লোক ছিল না। তাঁদের পার্টি অফিস গুলো নোংরা হয়ে গিয়েছিল। আমচকা সব পার্টি অফিস পরিষ্কার করে খুলতে শুরু করেছে। আসলে তৃণমূল সিপিএম কংগ্রেসকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে।” বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের সাথে খণ্ড যুদ্ধের ঘটনাকে সামান্য ঘটনা বলে উল্লেখ করে রাহুল সিনহা বলেন, “ ওই ঘটনার প্রতিবাদে পরের দিন রাজ্য জুড়ে একটা হাস্যকর বনধ ডাকা হয়েছিল।”
আরও পড়ুনঃ হাই ভোল্টেজ ফেব্রুয়ারি ! ফের বঙ্গ সফরে শাহ – মোদী
তবে কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে কোথাও কোন সমস্যা না হওয়ায় পুলিশের কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন রাহুল বাবু। তিনি বলেন, “পুলিশ যদি অন্যায় কাজ করে, তাহলে আমরা যেমন মারাত্মক ভাবে সরব হই। তেমনি ভালো কাজ করলে তাঁদের প্রশংসাও করি।
তবে এদিন রাহুল বাবুর খেলা হলে ধোলাইও হবে বক্তব্যে কোচবিহারের রাজনীতিতে সরগরম হয়ে উঠেছে। এতদিন তৃণমূল কংগ্রেস ডিজে বাজিয়ে খেলা হবে, খেলা হবে বলে একতরফা চিৎকার করে গিয়েছে। এবার বিজেপি খেলতে এলে ধোলাই হবে বলে পাল্টা জবাব দিতে পারবেন বলে অনেকেই মনে করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584