বিজেপির ধরনা মঞ্চ তুলে দিল পুলিশ, গ্রেফতার রাজু বন্দ্যোপাধ্যায়

0
104

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করলো রায়গঞ্জ জেলা পুলিশ। বুধবার দুপুরে রায়গঞ্জে বিজেপির ধরনা মঞ্চে যোগ দিতে এসে গ্রেফতার হন তিনি। এদিকে বিজেপি নেতা আসার আগেই ধরনা মঞ্চ খুলে দেবার নির্দেশ দিয়েছিল রায়গঞ্জ থানার পুলিশ।

Raju Banerjee | newsfront.co
নিজস্ব চিত্র

পুলিশের নির্দেশে বিজেপি কর্মীরা সেই মঞ্চ খোলার কাজ শুরু করেন। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, পুলিশ তাদের কার্যক্রম তুলে দিয়েছে। পুলিশের নির্দেশে তারা ধরনা মঞ্চ খুলে ফেলেছেন। বিজেপির জেলা নেতা নিমাই কবিরাজ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তৃণমূলের দলদাস পুলিশের এই কাজের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রতিটি মন্ডলে পথ অবরোধ আন্দোলন করবে বিজেপি।

বুধবার দুপুর দু’টো নাগাদ রায়গঞ্জের বিজেপির সদর দফতরে এসে পৌঁছান রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশের সামনেই ধরনা মঞ্চের জায়গাতে গিয়ে বক্তব্য রাখতে যান তিনি। পুলিশ তাকে বাধা দিলে তা উপেক্ষা করেই সভা করতে এগিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ ‘বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে একটিও দুর্নীতি হবে না’ – সায়ন্তন

এরপরেই বিজেপির রাজ্য সহ-সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। চোপড়ায় ছাত্রীর রহস্য মৃত্যু এবং হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন রায়ের রহস্যমৃত্যুর প্রতিবাদ ও ঘটনার সাথে যুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার থেকে ধরনা ও অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি। তিনদিনের এই ধরনা ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির প্রথম দিন নির্বিঘ্নে শেষ হলেও দ্বিতীয় দিনে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না অভিযোগ তুলে পুলিশ মঞ্চ তুলে দিয়েছে বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here