নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
“দলে থাকতে গেলে ঝাণ্ডা হাতে নিয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে। ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি করেনা বিজেপি। তাই বিজেপি থেকে আবার তৃণমূলেই হুমায়ুন কবীর, বিপ্লব মিত্রদের মতো নেতাদের দল ছেড়ে চলে যেতে হয়েছে। মূলত শাসক দল ছেড়ে এসে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করার স্বপ্ন দেখেছিলেন ঐ নেতারা।
আরও পড়ুনঃ জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে বিক্ষোভ
তাদের আয়েশ করার জায়গা বিজেপিতে নাই, সেকথা পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য নেতারা। ঐ স্বার্থান্বেষী নেতাদের বিজেপি থেকে চলে যাওয়ায় দলের লাভ ছাড়া ক্ষতি হয়নি।” শুক্রবার মালদহে দলীয় বৈঠকে যোগ দিতে এসে শাসকদলের ‘ধান্দাবাজ’ নেতাদের বিরুদ্ধে এমনই কড়া ভাষায় সমালোচনা করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
এদিন মালদহ শহরের পুরাটুলি বাঁধরোড এলাকার বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন সায়ন্তন বসু। সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ছিলেন বিজেপির মালদহ জেলা সভাপতি গোবিন্দ মন্ডল প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584