মনিরুল হক, কোচবিহারঃ
অমিত শাহের নির্দেশ মিলতেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে ময়দানে নামল বিজেপি। শনিবার বিজেপি সাংগঠনিক দুই জেলার কর্মীরা জলপাইগুড়ি ও কোচবিহারের সীমান্ত এলাকা জামালদহে বাস-ট্রাকে চেপে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে খাবার ও জল বিতরণ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা সহ দুই জেলার বিভিন্ন নেতৃত্ব।
বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা জানান, “পরিযায়ী শ্রমিকরা বাসে ও ট্রাকে চেপে ফিরছেন। তাঁদের কাছে খাবার বা জল টুকুও নেই। ফলে খুব কষ্টের মধ্যে বাড়িতে ফিরতে হচ্ছে ওই পরিযায়ী শ্রমিকদের। তাদের পাশে দাঁড়িয়ে আমাদের জামালদহের কর্মীরা খাবার ও জল দিচ্ছে। এই ভালো কাজের পাশে থাকতে আমরা দুই জেলার বিজেপি নেতৃত্ব জামালদহে এসেছি।”
আরও পড়ুনঃ রাজ্যে বাড়ছে না বাসভাড়া
এদিনই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিতে বিজেপি কর্মীরা কাজ করবে বলে ঘোষণা করেন। এরপরেই বিজেপির দুই সাংগঠনিক জেলা কোচবিহার ও জলাপাইগুড়ির নেতৃত্বরা জামালদহে গিয়ে পরিযায়ী শ্রমিকদের খাদ্য ও জলের ব্যবস্থা করা শুরু করেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584