শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা দেবলীনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল রাজ্য বিজেপি। শনিবার মেল করে কলকাতা পুলিশের সাইবার বিভাগে অভিযোগ জানান যুবমোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদার।
প্রসঙ্গত, রবিবার দেশের প্রধানমন্ত্রী করোনার যুদ্ধে জয় লাভ করার জন্য রাত ন’টায় প্রদীপ, মোমবাতি বা মোবাইলের আলো জ্বালবার কথা বলেছেন। প্রত্যেককে রবিবার রাত ন’টায় ৯ মিনিট ধরে মোমবাতি, টর্চ বা মোবাইলের আলো জ্বালিয়ে করোনার লড়াইয়ে সংকল্প নেওয়ার কথা বলেছেন। আর মোদীর এমন বক্তব্যের পরেই দেশজুড়ে তার সমালোচনায় নেমে পড়েছেন বিরোধীরা।
আরও পড়ুনঃ মাস্ক, স্যানিটাইজারের কালোবাজারি বন্ধে পদক্ষেপ, স্বাস্থ্য দফতরের
বিজেপির অভিযোগ, রাজ্যের অন্যতম লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা দেবলীনা মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া পেজে প্রধানমন্ত্রীর সম্পর্কে কু’কথা বলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দাড়িতে আগুন লাগিয়ে দিতে। বিশিষ্ট লেখকের কন্যার এমন মন্তব্যের পরেই যুবমোর্চার সর্বভারতীয় সম্পাদক সৌরভ শিকদার কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অবিলম্বে তাঁকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584