প্রার্থী তালিকা প্রকাশে সংশয় বঙ্গ বিজেপিতে

0
95

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আজ রাত পোহালেই কাল ব্রিগেডে বিজেপির হাই ভোল্টেজ জনসভা। প্রথম দফার ভোটে মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ৯ই মার্চ। তাই আজ ৬ই মার্চ এখনও বিজেপির কোনও দফার প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় প্রশ্নের মুখে বিজেপি নেতৃত্ব। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে অন্তত হাজারের বেশি বিজেপির কাছে প্রার্থী হতে চেয়ে আবেদন করেছে। তালিকা প্রকাশ করলে এত সংখ্যক নেতা কর্মী বিগড়ে যাওয়ার সম্ভবনা।

pm narendra modi | newsfront.co
ফাইল চিত্র

তাহলে রাজ্য দফতরে বিক্ষোভের পাশাপাশি মোদী ব্রিগেডেও তার ছায়া পড়তে বাধ্য। তাই অন্তত ব্রিগেড তারিখ পার করে প্রার্থী ঘোষণা করা হোক চাইছে বিজেপি নেতৃত্ব। তাই পিছিয়ে যাচ্ছে বিজেপি’র প্রার্থীতালিকা প্রকাশ। আগামীকাল প্রধানমন্ত্রীর ব্রিগেড। এর মধ্যে অন্য দল থেকে বিজেপি-তে যোগ দেওয়ার ঘটনাও থাকছে। থাকছে প্রাচীন ও নব্য বিজেপি’র মধ্যে দ্বন্দ্বের আশঙ্কাও। সব মিলিয়ে পরিস্থিতি বেশ সঙ্কটময়।আগে জানা গিয়েছিল, ৪ বা ৫ই মার্চ নাগাদ রাজ্য বিজেপি’র তরফে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

৪ তারিখ রাতের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন সমিতির সঙ্গে এই মর্মে রাজ্য নেতৃত্বের বৈঠকও হয়ে গিয়েছিল। তবু ৫ তারিখে বিজেপি তাদের প্রার্থীতালিকা প্রকাশ করতে পারল না। বিজেপি সূত্রে জানান হল, মোদীর ব্রিগেডসভা মিটলে প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।কিন্তু মোদীর সভা মিটলে কেন? প্রার্থীতালিকা যদি চূড়ান্তই হয়ে গিয়ে থাকে, তা হলে তা আগেই প্রকাশ করতে সমস্যা কোথায়?এই প্রশ্নের কোনও সদুত্তর বিজেপি নেতারা দিচ্ছেন না।

আরও পড়ুনঃ আসছেন প্রধানমন্ত্রী! কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ব্রিগেড

তবে বিজেপি সূত্রের খবর, প্রার্থী তালিকা প্রকাশের পরে তৃণমূলের অন্দরে যে রকম ঝড় উঠেছে, বিজেপি’র অন্দরেও সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা। এদিকে বাংলায় দলের পালে যেহেতু এই প্রথমবার এত হাওয়া, সেহেতু রাজ্যের প্রায় সব প্রান্তেই পুরনো বিজেপি নেতারা টিকিট পেতে ইচ্ছুক। এবিষয়ে কোনও রাজ্য বিজেপি নেতা মুখ খুলতে রাজী নন। তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে ইতিমধ্যেই বহু বড় বড় নাম বিজেপিতে যোগ দিয়েছে।

সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের মত, সুনির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি ছাড়া তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, এমনটা মোটেই নয়। সুতরাং প্রার্থী তালিকা ঘোষিত হলেই কোথাও আদি, কোথাও নব্যদের মধ্যে ক্ষোভ তৈরি হবে, এমনই আশঙ্কা বঙ্গ বিজেপি’র। মোদীর ব্রিগেড সমাবেশের আগে সেই ক্ষোভ তৈরি হোক এবং ব্রিগেডের প্রস্তুতিতে এর কোনও নেতিবাচক প্রভাব পড়ুক, এটা একেবারেই চাইছেন না বিজেপি নেতৃত্ব।
প্রথম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ই মার্চ। সে ক্ষেত্রে ৭ই মার্চ সন্ধ্যানাগাদ প্রার্থী তালিকা প্রকাশ করা বেশ অস্বাভাবিকই।

যারা সদ্য বিজেপিতে যোগ দিলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে প্রার্থী করা হতে পারে বলে খবর।
যাঁরা তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপি’র সঙ্গে যোগাযোগ করছেন, তাঁদের মধ্যেও বেশ কয়েকজন বিজেপি’র টিকিট পেয়ে যেতে পারেন। প্রকাশ্যে সে কথা কেউ বলছেন না। কিন্তু দীনেশ বাজাজ বা মালা সাহাদের নাম বিজেপি’র প্রার্থীতালিকায় থাকলে অবাক হওয়ার কারণ নেই, এ কথা বিজেপি নেতারাই আড়ালে জানাচ্ছেন। এ রাজ্যের এক সর্বোচ্চ স্তরের বিজেপি নেতার মুখে দেবাংশু ভট্টাচার্যের নামও শোনা গিয়েছে।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফিরলে প্রবীণ বিদায়ী বিধায়কদের জন্য বিধানপরিষদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দেবাংশু তাঁর নিজের দলের জন্য যে ভাবে কাজ করেছেন, তাতে ওঁর টিকিট না পাওয়াটায় আশ্চর্য লেগেছে। দেখা যাক কী হয়! অনেক কিছুই হতে পারে।’ মন্তব্য এক শীর্ষ বিজেপি নেতার।কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই যাঁরা টিকিট পেয়ে যাবেন, তাঁদের আসনে পুরনো বিজেপি কর্মীদের প্রতিক্রিয়া কেমন হবে, এই মুহূর্তে তা নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তাতেই থাকছেন বিজেপি নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here