সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
আজও থমথমে বিষ্ণুপুর এক নম্বর ব্লকের কুলেরদাড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুদেবপুর বামুনের মোড় ১০২ নং বুথ। রাতেই চলেছে বোমাবাজি, হুমকি। প্রশাসন থেকেছে নীরব দর্শকের ভূমিকায় বলে অভিযোগ। মূল আসামি পঞ্চানন নস্কর গ্রেফতার না হওয়া এবং প্রাক্তন প্রধান দেবাষিস নস্করের অভিযোগে নাম না থাকায় শুরু হয়েছে আন্দোলন, বিক্ষোভ।
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রঘুদেবপুর গ্রামের বামুনের মোড়ে রাধারানী নস্কর যিনি মহিলা মোর্চার কোষাধ্যক্ষ ছিলেন গতকাল তার মাথায় দুষ্কৃতীরা বন্দুক ঠেকিয়ে গুলি করলে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হসপিটালে ভর্তি হয়।
আরও পড়ুনঃ পাচারের আগে উদ্ধার ০৪ কেজি গাঁজা, ২১৯ বোতল ফেনসিডিল
সেই নিয়ে আজ ডায়মন্ডহারবার জেলা বিজেপির পক্ষ থেকে ও রাজ্য বিজেপির পক্ষ থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বিষ্ণুপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ ও গণ ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি রাধারানী নস্করের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে যাওয়ার সময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে বাধা দেয় বিষ্ণুপুর থানার পুলিশ। পরে আন্দোলনের হুমকি দিলে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়।
আরও পড়ুনঃ জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে এবিটিএ-এর ডেপুটেশন পশ্চিম মেদিনীপুরে
রঘুদেবপুর গ্রামে গিয়ে তিনি মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে, সকলে একত্রিত হয়ে লড়তে হবে বলে। তিনি আরও বলেন, “বাড়িতে কাস্তে বঁটি খুন্তি ঝাঁটা সমস্ত কিছুকে নিয়ে সকলকে বেরিয়ে আসতে হবে। দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে।”
রঘুদেবপুর রাধারানী নস্কর গুলি বিদ্ধ হওয়ার ঘটনায় বিষ্ণুপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও রাজ্য বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল। এছাড়া বিজেপির ডায়মন্ড হারবার জেলা বিজেপির কার্যকর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584