দীঘির পার্শ্ববর্তী জমি দখলের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে মিছিল বিজেপির

0
23

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

তপনে দীঘির পার্শ্ববর্তী এলাকা দখলের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল বিজেপি। সরকারি সম্পত্তি ব্যক্তিগত মালিকানাধীন করে তৃণমূল নেতাদের নামে রেজিস্ট্রি হওয়ার ঘটনার তদন্ত চেয়ে বিএলআরও’কে স্মারকলিপি দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

bjp protest | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার জেলা পরিষদের ১২, ১৩ এবং ১৪ নম্বর মণ্ডল কমিটির ডাকে ওই মিছিলে হাঁটেন প্রচুর কর্মী সমর্থক। জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মনের নেতৃত্বে মিছিল হয়। সংগঠনের অভিযোগ, শুধু তপন দীঘির পার্শ্ববর্তী এলাকাই নয়, জেলার বিভিন্ন প্রান্তে প্রচুর সরকারি সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।

আরও পড়ুনঃ ফেসবুক, ইউটিউবে ভরসা রেখেই ২১ জুলাই ‘ভার্চুয়াল সভা’ পার করার লক্ষ্য তৃণমূলের

সাধারণ মানুষ যেখানে আবেদন করে দিনের পর দিন রেকর্ড পাচ্ছেন না সেখানে টাকার বিনিময়ে তৃণমূল মাফিয়ারা নিজেদের নামে জমি লিখিয়ে নিচ্ছেন। এরই প্রতিবাদে এদিন বিএলআরও’কে স্মারকলিপি দেয় বিজেপি কর্মীরা।

bjp members protest | newsfront.co
নিজস্ব চিত্র

সম্প্রতি বালুরঘাটে অনলাইনে এক সাংবাদিক বৈঠক করে তপন দীঘির পার্শ্ববর্তী জমি হস্তান্তর হওয়ার ঘটনায় অনিয়মের অভিযোগ তোলেন বিজেপি সাংসদ। রাতারাতি সেই জমি ১০ জন তৃণমূল নেতার নামে রেকর্ড হল কীভাবে সেই প্রশ্নও তোলা হয়।

আরও পড়ুনঃ প্রাক্তন প্রধানকে গ্রাম পঞ্চায়েত দফতরে ঢুকতে বাধা

তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ণ দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাসদা ও বিধায়ক গৌতম দাসের ঘনিষ্ঠরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন কাজ করেছেন বলে অভিযোগ তোলে বিজেপি। যার পরেই ওই তালিকায় থাকা ১০ জনের বিরুদ্ধে অবৈধভাবে দীঘির জমি হস্তান্তরের অভিযোগ তুলে আন্দোলনের ডাক দেওয়া হয়।

যদিও তৃণমূলের দাবি, কোন সরকারি সম্পত্তি নয়, রায়তি সম্পত্তি হিসাবেই ওই জমি এক মহিলার কাছ থেকে কিনেছিলেন তৃণমূল ঘনিষ্ঠরা। কিন্তু যে মহিলার কাছে ওই জমি কিনেছিলেন বলে দাবি তৃণমূল নেতাদের, সেই মহিলার দুমাস আগেই মৃত্যু হয়েছে। লাগামহীন এই দুর্নীতির বিরুদ্ধে তুমুল সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে জেলাজুড়ে।

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানিয়েছেন, অবৈধভাবে সরকারি সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছেন তৃণমূল ঘনিষ্ঠরা।

তপন ব্লকের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, জমি রেজিস্ট্রি বিষয়টি বিএলআরও ভালো বলতে পারবেন। সে বিষয়ে তার কোন মন্তব্য নেই। তবে ব্যক্তিগত সম্পত্তি কিনেছেন তৃণমূল কর্মীরা। সাংসদ মিথ্যা অভিযোগ তুলে প্রচার করতে চাইছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here