বিধায়ক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে থানায় বিক্ষোভ বিজেপির

0
41

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

বিজেপি বিধায়ক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে বুধবার ঝাড়গ্রামে থানার সামনে বিজেপি কর্মীরা। জেলার আটটি থানা, পুলিশ ফাঁড়ি এবং বিট হাউসগুলিতে অবস্থান-বিক্ষোভে বসে তারা।এদিন ঝাড়গ্রাম থানায় ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতির নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা।

road rally | newsfront.co
নিজস্ব চিত্র

অপরদিকে জামবনি থানায় ধর্নায় বসেন ঝাড়গ্রামে বিজেপির সাংসদ কুনার হেমব্রাম । এছাড়াও নয়াগ্রাম থানা, গোপীবল্লভপুর থানা, বেলিয়াবেড়া থানা , সাঁকরাইল থানা , বিনপুর থানা , বেলপাহাড়ি থানা এবং মানিকপাড়া বিট হাউস সহ প্রতিটি পুলিশ ফাঁড়িতে সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা।

আরও পড়ুনঃ কুপন না পেয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

ঝাড়গ্রামের  বিজেপি সাংসদ কুনার হেমব্রাম বলেন, ‘উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অথচ রাজ্য পুলিশ প্রশাসন বলছে তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় রাজ্য পুলিশের উপর আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই।

এটি একটি পরিকল্পিত রাজনৈতিক খুন। এই খুনের ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে। সিবিআই তদন্ত হলে তবেই সেটা সম্ভব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here