বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে তুলকালামকাণ্ড আলিপুরদুয়ারে

0
90

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

বিজেপির পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে তুলকালামকাণ্ড ঘটল আলিপুরদুয়ারে। শেষমেষ রাস্তার মাঝেই পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দেন তারা। এই কর্মসূচিকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়।

bjp protest | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বিজেপি কার্যালয় থেকে হাজারের বেশি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়।আলিপুরদুয়ার মাধবমোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। পুলিশ সুপার অফিস যাওয়ার আগে রাস্তা আটকালো বিশাল পুলিশ বাহিনী।

ganga prasad sharma | newsfront.co
গঙ্গাপ্রসাদ শর্মা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলাশাসককে ডেপুটেশন না দিয়েই ফিরতে হল সায়ন্তনদের

এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গপ্রসাদ শর্মা, সাংসদ জন বারলা, বিধায়ক মনোজ টিগ্গা সহ একাধিক কর্মীরা।

পুলিশ মিছিল আটকে দিলে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। শেষে অতিরিক্ত পুলিশ সুপারের হাতে রাস্তার মাঝেই তুলে দেওয়া হয় স্মারকলিপি। বিজেপি কর্মীদের অভিযোগ, রাজ্য সরকারের কোপের ভয়েই মুখ ফিরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here