বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শূণ্য করতে মরিয়া তৃণমূল, অভিযোগ বিজেপির

0
68

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

২১ এর বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শূণ্য করতে নতুন পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগ তুলছে বিজেপি। বিজেপির বুথ সভাপতি থেকে মন্ডল সভাপতি এমনকি সক্রিয় কর্মীদের হুমকি দিয়ে জোর করে তৃণমূল দল করানোর অভিযোগ তুলেছেন বিজেপির একাধিক কর্মীরা।

TMC | newsfront.co
প্রতীকী চিত্র

ফলতা থেকে বজবজ ,বিষ্ণুপুর থেকে ডায়মন্ড হারবার সর্বত্র এখন জোর পূর্বক হুমকি দিয়ে দলে টানার পরিকল্পনা চলছে বলে দাবি করেছেন বিজেপি সর্মথকেরা। বিষয়টি নিয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি উমেশ দাস, সহসভাপতি সুফল ঘাঁটুকে আক্রান্ত কর্মীরা আতঙ্কে থাকার কারণে চিঠি করেন। আজও তৃণমূল কংগ্রেসের দ্বারা ঘর ছাড়া অনেকে। অনেকে আবার পদে থেকে দলের কাজ না করে ঘরবন্দি হয়ে বসে রয়েছেন।

Arumay Gayen | newsfront.co
অরুময় গায়েন, স্থানীয় তৃণমূল নেতা। নিজস্ব চিত্র

পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি বলে অভিযোগ। অভিযোগের তির যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জাহাঙ্গির খানের বিরুদ্ধে। বজবজ বিধানসভার ইনচার্জ জাহাঙ্গির, একাধারে জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ সঙ্গে ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিষেক ব্যানার্জির ডান হাত বলে পরিচিত তিনি। জেলার পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্যর মৃত্যুর পর বার্তি দলের দায়িত্ব পান জাহাঙ্গির। বর্তমানে বজবজ বিধানসভার তৃণমূল কংগ্রেস দলের ইনচার্জ পদে রয়েছেন তিনি। ফলতা বিধানসভার এক নম্বর মন্ডল প্রেসিডেন্ট সমাজ পুরকাইত। তাকে পতাকা ধরিয়ে জোর পূর্বক হুমকি দিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে বলে অভিযোগ।

Sufal Ghatu | newsfront.co
সুফল ঘাঁটু, স্থানীয় বিজেপি নেতা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নতুন শিক্ষানীতিতে সীলমোহর, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পাল্টে করা হল শিক্ষা মন্ত্রক

দুই ও চার নম্বর বিজেপির মন্ডল সভাপতিকে পতাকা ধরিয়ে তৃণমূল কংগ্রেস দল করার হুমকি দিয়েছেন জাহাঙ্গির খানের অনুগামী ওরফে ফলতা ব্লকের বঙ্গনগর দুনম্বর পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ইসরাফিল চাকদার। হুমকি দিয়ে দলে টানার কথা জানান ফলতা চারনম্বর বিজেপির মন্ডল সভাপতি সুকান্ত প্রামানিক। ফলতা থানায় জানালে পুলিশ ইসরাফিলের হয়ে কাজ করছে বলে দাবি করেছেন বিজেপি কর্মীরা। যদিও বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল।

Israfil Chakdar | newsfront.co
ইসরাফিল চকদার, স্থানীয় উপ প্রধান। নিজস্ব চিত্র

অন্যদিকে বজবজ টাউন বিজেপির মন্ডল সভাপতি ডাঃ তরুন আদক। বন্দুক দেখিয়ে তাকে মারধর করে তৃণমূল কংগ্রেস দলে যোগ দেওয়ার হুশিঁয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ডাঃ তরুন আদক। দলে না আসলে তার নার্সিং হোম কেড়ে নেওয়ার হুমকি দেখান জাহাঙ্গির খানের অনুগামীরা। অন্যদিকে পূজালী মন্ডল সভাপতি ধীমান মন্ডলকে মারধরের হুমকির খবরও পাওয়া গিয়েছে। দলে না আসায় মিথ্যা পুলিশ কেস দেওয়ার ভয় দেখানো হয়েছে তাকে।

Dhiman Mandal | newsfront.co
ধীমান মন্ডল, স্থানীয় বিজেপি কর্মী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গাড়িতে প্রেস স্টিকার সাঁটিয়ে সুবিধাভোগের চেষ্টা, ধৃত ১

সাতটি বিধানসভায় অভিষেক ব্যানার্জির নির্দেশে হুইপ জারি শুরু হয়েছে বলে দাবি বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি সুফল ঘাঁটুর। বিষয়টি নিয় রাজ্য কমিটির পাশাপাশি কেন্দ্রেও রিপোর্ট করার আর্জি জানিয়েছেন তিনি। আগামীতে এ নিয়ে বৃহত্তর আন্দোলনের বার্তাও দিয়েছেন সহসভাপতি। বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতা অরুময় গায়েন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here