নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কার্যালয়ে এসে বিজেপি দল ছেড়ে কয়েকশো বিজেপি কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে যোগদান করল তৃণমূল কংগ্রেসে।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি।
আরও পড়ুনঃ বীরপাড়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন তৃণমূলের
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরাসিংহ হাজরা, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমা নন্দ ত্রিপাঠি সহ আরও অনেকে।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, দিলীপ ঘোষ যতবার মেদিনীপুরে আসবেন বিজেপি থেকে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। কারণ দিলীপ ঘোষ ও বিজেপির আসল চরিত্র বাংলার মানুষ বুঝে নিয়েছে।
আরও পড়ুনঃ কংগ্রেসে যোগদান জলঙ্গিতে
তাই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে কোনদিনই তারা বিজেপিকে ক্ষমতায় আনবে না। তিনি বলেন ১৫ টি বিধানসভা আসনে পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস এককভাবে জয়লাভ করবে আগামী বিধানসভা নির্বাচনে। বিজেপি পশ্চিম মেদিনীপুরে একটি আসনেও জয়লাভ করতে পারবে না বলে মত তার।
আগামী দিনে বিজেপির কোন অস্তিত্ত্ব পশ্চিম মেদিনীপুর জেলায় থাকবে না। তিনি আরও বলেন যে, যারা মানুষের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, যারা শুধু তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরোধিতা করে, তাদেরকে মানুষ আগামী দিনে প্রত্যাখ্যান করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584