নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠির দপ্তরে হাজিরা দিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল।
শুক্রবার সকালে সিউড়িতে পুলিশ সুপারের দপ্তরে প্রায় ৩০ মিনিট জেরার মুখোমুখি হতে হয়েছে বিজেপি নেত্রীকে, এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, অগ্নিমিত্রা পলকে জেরা করেন জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশের বেশ কয়েকজন কর্তা। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই সরব বিজেপি নেতারা। সে সময়ই নিজের টুইটার হ্যান্ডেল থেকে বীরভূমে ভয়ংকর রাজনৈতিক হিংসার অভিযোগ করেন অগ্নিমিত্রা। তিনি নারী নির্যাতন, শ্লীলতাহানি এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন টুইটে। অগ্নিমিত্রার সেই টুইট দ্রুত ভাইরাল হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে। যার জেরে জেলাতে উত্তেজনাও তৈরি হয়।
আরও পড়ুনঃ আবাস যোজনার দাবিতে জলঙ্গীতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন যে, বীরভূমের নানুর বিধানসভার বিভিন্ন জায়গায় মহিলাদের শারীরিকভাবে নিগ্রহ এবং ধর্ষণ করা হয়েছে। কিন্তু পুলিশ তদন্তে নেমে এই অভিযোগের সারবত্তা খুঁজে পায়নি।
আরও পড়ুনঃ নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা, পুজোর পরে স্কুল খোলার ভাবনা
গত ৪ মে সাংবাদিক সম্মেলন করে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি জানিয়ে দেন যে, অগ্নিমিত্রার টুইটের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও এটি ‘ভুয়ো খবর’। এমনকি জেলার বিজেপি নেতৃত্বও এমন ঘটনার কথা জানেন না। তখনই পুলিশ সুপার ইঙ্গিত দেন যে এই ‘ভুয়ো খবর’ যিনি বা যাঁরা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেই অনুযায়ী অগ্নিমিত্রা পলকে নোটিশ পাঠায় বীরভূম জেলা পুলিশ। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই শুক্রবার সকালে জেলা পুলিশ সুপারের দপ্তরে হাজিরা দেন অগ্নিমিত্রা পল। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা, তাঁর স্থানীয় আইনজীবী ও বিজেপি নেতা নির্মল চন্দ্র মণ্ডল, জেলা মহিলা সভানেত্রী স্বাগতা বন্দ্যোপাধ্যায় সহ অনান্য বিজেপি নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584