সাতসকালে হ্যাক জেপি নাড্ডার টুইটার, রাশিয়া-ইউক্রেনের জন্য ক্রিপ্টোকারেন্সিতে সাহায্যের আর্জি

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে এবার হ্যাকিংয়ের কবলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-র টুইটার প্রোফাইল। রবিবার সকালে জেপি নাড্ডার টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয় যে, রাশিয়া এবং ইউক্রেনের মানুষের পাশে থাকতে চাইলে সাহায্য করুন। ক্রিপ্টোকারেন্সিতে দান করুন।

jp nadda
ফাইল চিত্র

রবিবার সকাল ১০টা নাগাদ জেপি নাড্ডার টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। তাতে প্রথমে ইংরাজিতে লেখা ছিল, আপনি যদি রাশিয়ার মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে বিটকয়েন এবং ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সিতে অনুদান করুন।

পরের লাইনেই আবার হিন্দিতে লেখা ছিল, ”ইউক্রেনের মানুষের পাশে দাঁড়ান। এখন আমরা ক্রিপ্টোকারেন্সিতেও অনুদান নিচ্ছি।“ এর কিছুক্ষণ পরেই আরও টুইট করা হয় বিজেপির সর্বভারতীয় সভাপতির টুইটার হ্যান্ডল থেকে। সেটিতে বলা হয়, ”দুঃখিত আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। আমি রাশিয়ার জন্য অনুদান চাইছি, কারণ ওদের সাহায্য প্রয়োজন।”

আরও পড়ুনঃ “টাকা খায় পুলিশ আর বদনাম হয় কাউন্সিলারের”, বেআইনি নির্মাণ প্রসঙ্গে ফিরহাদ হাকিম

কিছুক্ষণ পরেই বিজেপি সূত্রে জানানো হয়, “দলের সর্বভারতীয় সভাপতির টুইটার হ্যান্ডেলটি কিছু সময়ের জন্য হ্যাক হয়েছিল। কিছুক্ষণ পরেই তা পুনরুদ্ধার করা হয়েছে।” গত বছর ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডলও হ্যাক হয়। সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করোনা ত্রাণ তহবিলের জন্য অনুদান সংগ্রহের নামে টাকা তোলার চেষ্টা হয়েছিল।

আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় ২০ শতাংশ FDI-এর ছাড়পত্র দিল কেন্দ্র, LIC’র আইপিও আসার আগে বড় পদক্ষেপ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here