নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আমপান দুর্নীতি সহ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বালিজুড়ী থেকে ভাদুতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পথসভা করে বিজেপি নেতৃত্ব। ওই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি সমিত কুমার দাস।
বিক্ষোভ মিছিলের শেষে ভাদুতলায় প্রতিবাদ সভায় তিনি তার ভাষণে বলেন, “একের পর এক দলের নেতা ও কার্যকর্তাদের পাশাপাশি দলীয় কর্মীদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। এভাবে বিজেপি কর্মীদের জেলে রেখে বিজেপিকে রুখতে পারবে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পুলিশ লেলিয়ে দিয়ে যেভাবে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে তা গণতন্ত্রের অপব্যবহার করা হচ্ছে।”
তিনি বলেন, যদি বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় কেস দেওয়া বন্ধ না করে তাহলে আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিজেপি দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন আমপান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখনও ক্ষতিপূরণ পাননি অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তারা পেয়েছে ওই ঝড়ের ক্ষতিপূরণের টাকা। তিনি বলেন এই সরকার দুর্নীতির সরকার, এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।
আরও পড়ুনঃ বাড়ছে বেকারত্ব, কর্মসংস্থানের দাবিতে আন্দোলন
তাই তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আর কয়েকটা দিন অপেক্ষা করুন রাজ্যে বিজেপির নেতৃত্বে উন্নয়নমুখী সরকার গঠিত হবে। বিজেপি ক্ষমতায় আসার পর এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমরা বুঝে নেব।”
তিনি ওই সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপর যদি বিজেপি কর্মীদের যদি গায়ে কেউ হাত দেয়, তাহলে তার কি অবস্থা হবে সে নিজেও বুঝতে পারবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584