নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কংগ্রেসের পর এবার ভাগাড় স্থানান্তরের দাবিতে এলাকাবাসীকে নিয়ে বিক্ষোভে নামল বিজেপি।
শনিবার বিজেপি টাউন উত্তর দলীয় কর্মীরা এই দাবিতে সরব হয়েছেন। এলাকার যে সমস্ত মানুষেরা, যারা দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের শিকার তাদের সকলকে নিয়ে আজ তারা রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। এদিন সকাল থেকে যে ক’টি নোংরার গাড়ি এসেছে সবকটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একটি গাড়িও নোংরা ফেলতে দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ বাবার মৃত্যুর আসল প্রমাণপত্র না পেয়ে বিডিওর দ্বারস্থ ২ মেয়ে
এ বিষয়ে টাউন উত্তর বিজেপির সভাপতি বিশ্বরূপ ঘোষ জানান, ‘অবিলম্বে ভাগাড়কে স্থানান্তরিত করতে হবে। কারণ, এই ভাগাড়ের দুর্গন্ধ এবং আবর্জনার স্তুপ ওই এলাকার মানুষদের ভোগাচ্ছে। এলাকাবাসীরা জানাচ্ছেন বারংবার প্রতিবাদ করেও কোন কিছুই করা হয়নি।
তারাও চাইছে অবিলম্বে এটিকে সরিয়ে দেওয়া হোক। এই দুর্গন্ধের কারণে এবং নোংরা আবর্জনা তাদের বাড়ির মধ্যে ঢুকে যাওয়ায় বাড়ির মধ্যে প্রায় সকলেই খুব অসুস্থতার মধ্যে দিন কাটান।’ বিজেপির পক্ষ থেকে জানানো হয়, যদি এই নোংরা স্তুপ স্থানান্তরিত করার চিন্তাভাবনা পুরসভার পক্ষ থেকে না নেওয়া হয় তাহলে তারা পুরসভা ঘেরাও করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584