বাঁকুড়ায় ‘চপ শিল্প’-র বিরোধিতায় পথে নামল বিজেপি

0
102

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

চপ ভেজে মুখ্যমন্ত্রীর চপ শিল্পের বিরোধিতা জানালো বাঁকুড়া নগর মন্ডলের বিজেপি কর্মীরা।বাঁকুড়া সার্কিট হাউস মোড়ে রীতিমত চপের দোকান দিয়ে অভিনব কায়দায় রাজ্য সরকারের তীব্র বিরোধিতায় শামিল হলেন বিজেপি কর্মীরা। বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা সকাল থেকেই চপের দোকান দিয়ে চপ ভাজতে ব্যস্ত হয়ে পড়েছেন।

chap silpo | newsfront.co
তেলেভাজা হাতে বিজেপি নেতৃত্ব। নিজস্ব চিত্র

এ রাজ্যে কর্মসংস্থান নেই লক্ষ লক্ষ যুবক বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমতাবস্থায় কর্মসংস্থান তৈরি করতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুবকদের চপ শিল্প, ঝাল মুড়ি বিক্রির বার্তা দিয়েছিলেন যাতে করে যুবকরা চপ, ঝাল মুড়ি বিক্রি করে রোজগার করতে পাড়েন। কর্মসংস্থান তৈরি করতে না পেরে এহেন নিদান যুবকদের কাছে কতটা বেদনাদায়ক তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এরাজ্যের যুবকরা। তাদের কুরে কুরে খাচ্ছে বেকারত্বের জ্বালা।

আরও পড়ুনঃ ‘দিদি করছে কিচির মিচির, দিদির পার্টি ভেঙে চৌচির’,বহরমপুরে বললেন অধীর চৌধুরী

আজ বাঁকুড়া সার্কিট হাউস মোড়ে দেখা গেল কেউ গ্র্যাজুয়েট কেউ আবার পোস্ট গ্রাজুয়েট সকলেই বিজেপি নেতা নীলাদ্রি শেখর দানার সঙ্গে চপ ভাজছেন। কর্মসংস্থান না করতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যুবকদের কাছে লজ্জার। অভিনব কায়দায় রাজ্য সরকারের তীব্র বিরোধিতা জানালেন বিজেপি কর্মীরা।

১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে চপের দোকান করো ঝাল মুড়ি বিক্রি করো। আমরা মুখ্যমন্ত্রীর সেই কথায় অনুপ্রাণিত হয়ে এবং বেকার যুবক যুবতীদের পক্ষে দাঁড়িয়ে এই চপ ভাজা শুরু করলাম।” এছাড়াও তিনি বলেন চপ তেলেভাঝা বেচে দিদির ভাই ভাইপো ওদের মত কোটিপতি হতে চাই।

আরও পড়ুনঃ গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এনভিএফ কর্মীকে গ্রেফতারের দাবিতে অবরোধ রাধানগর মোড়ে

বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতা দীলিপ আগারওয়াল বলেন , বিজেপির নেতা মন্ত্রীরা সব পাগল হয়ে গেছেন এবং তারা আবোল-তাবোল কথা বলছেন ও আবোলতাবোল কাজ করছেন। এছাড়াও তিনি বলেন, নীলাদ্রি শেখর দানা পাঁচ বছরে কোনো কাজ করেননি। তিনি বলেন চপ মুড়ি শিল্পের ভুল ব্যাখ্যা করছে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here