মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বলে অভিযোগ এনে বুধবার তুফানগঞ্জ ২ নং ব্লকের বক্সিরহাট থানায় বিজেপির পক্ষ থেকে ঘেরাও ও বিক্ষোভের কর্মসূচী নেওয়া হয়।
এইদিন কোচবিহার জেলার বিজেপি সভানেত্রী মালতী রাভার নেতৃত্বে দলীয় কর্মীরা বিক্ষোভে সামিল হয়। এদিন বিজেপির এই কর্মসূচীকে ঘিরে বক্সির হাট এলাকায় ছিল টানটান উত্তেজনা। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছিল পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা বহিরাগত গুণ্ডাদের নিয়ে এসে বক্সির হাট এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে।
মালতী দেবী বলেন, লোকসভা নির্বাচনের হারের পর কিছু দিন তৃণমূল সমাজ বিরোধীরা গাঁ ঢাকা দিয়েছিল বটে কিন্তু ফের তাঁরা সক্রিয় হয়ে গ্রাম দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে। মানুষ তাঁদের সাথে না থাকায় তাঁদের কে ভয় ভীতি দেখিয়ে পায়ের তলার মাটি ফেরাতে চাইছে তাঁরা। তাই যে কোন মূল্যে তৃণমূলের এই আগ্রাসী ভুমিকাকে রুখতে হবে বলে মন্তব্য করেন মালতী দেবী।
আরও পড়ুনঃপিছিয়ে পড়া জাতি-উপজাতিদের সাংবিধানিক সুবিধা বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক বৈঠক কোচবিহারে
তিনি আরও বলেন গ্রামীণ রাজনৈতিক পরিবেশকে অশান্ত করে তৃণমূল কংগ্রেস তাঁদের দলীয় কর্মসূচী দিদিকে বলো পরিচালনা করছে। নিরীহ বিজেপি কর্মীদের উপরেও আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মালতী দেবী। এই অবস্থায় তৃণমূলের সন্ত্রাসকে রুখতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিজেপি। একই সাথে মালতী দেবীর হুমকি প্রশাসন এই বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে বিজেপি কর্মীরা বৃহত্তর আন্দোলনের পথে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584