শান্তনু পুরকাইত ,দক্ষিন ২৪ পরগনাঃ
সিভিক পুলিশের পরিচয় দিয়ে হুমকি ।চার বছর ঘর ছাড়ার পর বাড়ি ফিরলে দম্পতিকে বেধরক মারধর সিভিক পুলিশের । ঘটনার পর থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার পুলিশের । রাস্তায় সুবিচারের আশায় দিন গুনছেন দম্পতি । ঢোলা থানার পাথর বেড়িয়ার ঘটনা।অভিযোগের তীর সিভিক পুলিশ সৌমিত্র পুরকাইতের দিকে।
অভিযোগ চার বছর আগে ৭৫ শতক জায়গার পুকুর নিয়ে বচসা বাঁধে অভিযোগকারী অচিন্ত পুরকাইতের সঙ্গে সৌমিত্র পুরকাইতের । মারধর হুমকি ঘর ভাঙচুর করে অচিন্ত বাবুর ।সিভিক পুলিশ চাকরি করায় অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ । তার পর থেকে নানা অত্যাচার কখনো স্ত্রীর উপর হামলা । চুলকেটে নেওয়ার মতো গুরুতর অভিযোগ । তার পর থেকে ঘর ছাড়া।
স্থানিয় আবাদ ভগবান পুর গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে সমাধান মেলে নি । হুমকি মারধোর ভাঙচুরে দিশেহারা পরিবার । আজ সকালে ভোটার কার্ড সংশোধন করতে গেলে অচিন্ত বাবুকে বেঁধে রেখে মারধর করে । পরে সিভিক পুলিশ বলে পরিচয় দেখিয়ে ভয় দেখায় । ঘটনার পর আতঙ্কিত দম্পতি । সমাধানের আসায় দিন গুনছেন অচিন্ত বাবুর পরিবার । পেশায় মাছ বিক্রেতা অচিন্ত বাবুর অসহায় অবস্থা । এক ছেলে স্ত্রীকে নিয়ে থাকতো অচিন্ত পুরকাইত । সৌমিত্র, অচিন্ত পুরকাইতের দাদার ছেলে । বিষয়সম্পত্তির জেরে এমন ঘটনা বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ সোনা পাচার কান্ডে ধৃতদের কুড়ি দিনের পুলিশি হেফাজত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584