নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
গণতন্ত্র বাচাও যাত্রা উপলক্ষ্যে আগামী ২৪শে ডিসেম্বর বালুরঘাটে আসতে চলেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বালুরঘাটে বিজেপি কর্মীদের নেওয়া পথ অবরোধ কর্মসূচীতে বিজেপি নেতা কর্মী সমর্থকদের উপর পুলিশি হেনস্থার অভিযোগ সহ মোট ৭ দফা দাবী নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা আরক্ষাধিক্ষকের কাছে ডেপুটেশন কর্মসূচী উপলক্ষ্যে বিক্ষোভ সভামঞ্চে বললেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি শুভেন্দু সরকার।
সেই সঙ্গে নাম না করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের কিছু আধিকারিককে উদ্দেশ্য করে তিনি এদিন প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পাশাপাশি বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ-এর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন। সোমবার আরক্ষাধিক্ষকের নিকট ডেপুটেশন প্রদান এবং বিক্ষোভ সভা উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির হাজার হাজার কর্মী সমর্থকরা বালুরঘাট শহরের হিলি মোড় এলাকার বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আরক্ষাধিক্ষকের অফিসের সামনে এসে জমায়েত করে এবং সেখান একটি বিক্ষোভ সভা করে।বিজেপির এই বিক্ষোভ সভায় রাজ্য সরকার এবং শাসক দলের উপর তোপ দেগে বক্তব্য রাখেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি শুভেন্দু সরকার, বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার, ভারতীয় জনতা যুব মোর্চা-র দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত, ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চা-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহসভাপতি মাফুজা খাতুন। এদিন বিক্ষোভ সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার নাম না করে জেলা পুলিশের আধিকারিকদের উদ্দেশ্য করে বলেন “কাউকে সন্তুষ্ট করতে গিয়ে কাউকে অত্যাচার করবেন না, ভুলে যাবেন না কুমারগঞ্জ, ঠাকুরপুড়া, কামারপাড়া হাট, তপনের বিস্তীর্ণ এলাকায় যে জুয়া চলে তার টাকার ভাগ কোথায় কত যায় তার হিসাব আমার কাছে আছে,ঐ বিস্তীর্ণ এলাকায় যে মদের ভাটিগুলি চলে তার টাকার ভাগ কে কে নেয় তার হিসাব আমার কাছে আছে।” এর পাশাপাশি এদিন বালুরঘাট লোকসভার সাংসদ অর্পিতা ঘোষ বিরুদ্ধে বেনামি ফ্ল্যাট কেনার অভিযোগ তুলে সাংসদের বিরুদ্ধে সুর চড়ান তিনি।
এদিন বিজেপির এই বিক্ষোভ সভামঞ্চে সুকুমার হেমব্রম-এর নেতৃত্বে ৩৭ জন বিজেপিতে যোগদান করে।বিজেপিতে যোগ দেওয়া এই সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি শুভেন্দু সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584