পিয়ালী দাস,বীরভূমঃ
এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে সেই কারণে আগেই বাতিল হয়েছে বীরভূমের রথযাত্রা ।এরপরে মান রাখতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কে দিয়ে সিউড়িতে জনসভার কথা ঘোষণা করা হয়।অমিত শাহও অসুস্থ, সেই কারণ দেখিয়ে বিজেপির সভাপতির অনুষ্ঠান বাতিল হয়।তড়িঘড়ি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী কে দিয়ে সভা ঘোষণা করা হলো কিন্তু সিউড়িতে সেই জনসভা হলেও কেন্দ্রীয় মন্ত্রী এলেন না।ক্ষুব্ধ ও হতাশ হয়ে ফিরলেন বিজেপি কর্মী সমর্থকরা।এদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতার ফলে হেলিকপ্টার বিভ্রাটে স্মৃতি ইরানি সভাতে আসতে পারেনি।এদিকে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি সভাতে লোক সমাগম হবে না তাই আশঙ্কা করেই প্রথমে অমিত শাহ ও পরে স্মৃতি ইরানি তাদের কর্মসূচি বাতিল করেছে।এদিকে মঞ্চ থেকে মমতা ব্যানার্জীকে একহাত নেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা,তিনি বলেন, “ভয় পেয়েছে তৃণমূল,তাই সারাদিন মোদী মোদী জপ করছে ,আগামী দিন কী হবে সেটা মমতা বুঝে গেছে তাই দেশের সব চোর একজায়গায় মোদী হাটাও স্লোগান তুলেছে ,কেন এত ভয়,কারন সিবিআই যখন তখন তৃণমূলের যে কোনো নেতা কে জেলের ঘানি টানাতে পারে,তাই ভয় পেয়ে মানুষ কে প্রধানমন্ত্রীর মিথ্যা স্বপ্ন দেখিয়ে পিঠ বাচাতে চাইছে।সে স্বপ্ন পূরন হবে না,কারন রাজ্যের মানুষ বিজেপি কে বেছে নিয়েছে , চাটিপাটি গুটিয়ে নিতে হবে মমতা কে।”
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বিজেপি জনসভায় তৃণমূলকে কটাক্ষ করলেন স্মৃতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584