বনধ ঘিরে উত্তেজনা কোচবিহারে, ভাঙচুর সরকারি বাসে, গ্রেফতার ৫০

0
35

মনিরুল হক, কোচবিহারঃ

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলে ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধ পালিত হচ্ছে কোচবিহার জেলা-সহ গোটা উত্তরবঙ্গজুড়েই। বিজেপির ডাকা বনধে কোচবিহার সদর, ঘুঘুমারি, তুফানগঞ্জ, দেওচড়াই, মাথাভাঙা, শিতলখুচি, মেখলীগঞ্জ, হলদিবাড়ি, দিনহাটা, সাহেবগঞ্জ, সিতাই সহ সমগ্র কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা গাড়ি চাকা ঘুরতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। পথে নেমে বাস আটকে বিক্ষোভ দেখান। গাড়ির চালকদের আটক করেন বলে অভিযোগ।

NBSTC | newsfront.co
ভাঙচুর। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ছ’টার আগেই বনধের সমর্থনে পিকেটিং শুরু করে বিজেপি। সাড়ে ছ’টা নাগাদ জেলা সভাপতি মালতী রাভার নেতৃত্বে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় টার্মিনাসে সরকারি বাস আটকান জেলা গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ রাজ্য সশস্ত্র পুলিশের প্রশিক্ষণরত আরও ৪২ জন জওয়ান আক্রান্ত

Police | newsfront.co
গ্রেফতার। নিজস্ব চিত্র

অভিযোগ, সকাল থেকে নিয়ম অনুসারে রাস্তায় বের হয় দরকারি বাস গুলো। কিন্তু বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যার প্রতিবাদে উত্তর বঙ্গে ১২ ঘণ্টার বনধ এর ডাক দেন বিজেপি। সেই বনধ সফল করতে রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। সেই সময় কোচবিহার শহর লাগোয়া নিউটাউন এলাকায় একটি গাড়ি সরকারি বাস ভাঙচুর করা হয়।

আরও পড়ুনঃ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার দাবিতে স্মারকলিপি বিজেপির

পাশাপাশি সকালে ঘুঘুমারিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দু-একটি বাস বিজেপি কর্মীরা তা আটকে দেন এবং ভাঙচুর করে এরপর পুলিশকর্মীরা লাঠি চার্চ করে বলে অভিযোগ। এ নিয়ে বাসস্ট্যান্ডে কার্যত ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। প্রায় ৫০ জন কর্মী সমর্থককে গ্রেফতার করে পুলিশ। সকাল সকাল এমন অশান্তির পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেখলিগঞ্জ, তুফানগঞ্জে ব্যাহত বাস পরিষেবা। জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাস্তায় নেমেছেন পুলিশ আধিকারিকরা।

যদিও এই অভিযোগ অস্বীকার করে কোচবিহার বিজেপির জেলা নেতৃত্ব জানান, তারা শান্তি পূর্ণ ভাবে বনধ সফল করতে রাস্তায় নেমেছেন। তাদের এই শান্ত আন্দোলন কে অশান্ত করার লক্ষ্যে পুলিশ তৃণমূলের মদতে আমাদের আন্দোলনরত কর্মীদের আটক করে নিয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here