নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তৃণমূলের সঙ্গে সংঘর্ষে বিজেপি কর্মীকে মারধরের প্রতিবাদে সোমবার কাঁথিতে অবস্থান বিক্ষোভ করল বিজেপি।গত রবিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী থানার খেজুরী ২ নং ব্লকের নীচকসবা অঞ্চলের গোড়াহাট জলপাই এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। বিজেপির জেলা সম্পাদক পবিত্র দাস হাতে গুলি লেগে গুরুতর আহত হয়।
পুরো ঘটনার অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। তারই প্রতিবাদে এদিন কাঁথি-মেছাদা বাইপাসে অবস্থান-বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। কাঁথির এসডিপিও ও আইসির কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় বিজেপি নেতৃত্বের তরফে। মূলত দাবিগুলো হলো, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। খেজুরি সহ সারা জেলায় যেসব বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে, সেগুলো অবিলম্বে উদ্ধার করতে হবে।
আরও পড়ুনঃ বিজেপিতে মোহভঙ্গ, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমব্রম, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, স্টেট কাউন্সিল সদস্য অমলেন্দু পাহাড়ি। এর পাশাপাশি সমগ্র জেলা জুড়ে চলছে বিজেপির প্রতিবাদ মিছিল হয়। এছাড়াও মেচেদা ও এগরায় রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ’-র উপস্থিতিতে প্রতিবাদ মিছিল করা হয়।
আরও পড়ুনঃ প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জন্য মাসিক সাড়ে ৬ হাজার টাকা করে আর্থিক প্যাকেজ
এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ সৌমিত্র খাঁ নাম না করে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, ‘সারা রাজ্যেই পিসি ভাইপোকে আর দেখতে চাইছে না সাধারণ মানুষ।সেখানে বিজেপিকে ক্ষমতায় চাইছে। তার জন্যই দার্জিলিং থেকে শুরু করে সমগ্র রাজ্যে বিজেপির উপর অত্যাচার চলছে।’
কয়েকদিন আগে বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে পথ আটকে ছিল পুলিশ। সেই সাপেক্ষে সৌমিত্র খাঁ বলেন, ‘পুলিশ হচ্ছে এখন পিসি-ভাইপোর দলদাস। পুলিশ এখন ওদের জমিদারির লেটাল বাহিনীর মতো কাজ করছে। গণতান্ত্রিকভাবে আমাদেরও রাস্তায় হাঁটার অধিকার আছে। ওরা যদি পথ আটকায় আটকাবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584