থালা হাতে কোচবিহারে প্রতীকী অনশন কর্মসূচী বিজেপির

0
24

মনিরুল হক, কোচবিহারঃ

রাজ্যজুড়ে স্বচ্ছ শাসন ব্যবস্থা চালু করা, বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো বন্ধ করা, বিদ্যুতের বিল মুকুব করা সহ বিভিন্ন দাবিতে কোচবিহার সদর মহকুমার দপ্তরের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করল জেলা বিজেপি।

Protest | newsfront.co
প্রতীকী অনশনে। নিজস্ব চিত্র

মঙ্গলবার বেলা ১২ টার নাগাদ কোচবিহার সদর মহকুমার দপ্তরের অফিসের সামনে প্রতীকী অবস্থানে বসেন বিজেপি জেলা সভানেত্রী মালতি রাভা, বিজেপির জাতীয় পরিষদ সদস্য নিত্যানন্দ মুন্সী, কোচবিহার জেলা বিজেপির কোষাধ্যক্ষ বিরাজ বোস, দক্ষিন শহর মন্ডল সভাপতি মানস ঘোষ, উত্তর শহর মন্ডল সভাপতি পঙ্কজ বুচ্চা সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

আরও পড়ুনঃ করোনায় তথ্য গোপন করার অভিযোগ সহ নানা দাবিতে বামপন্থীদের প্রতীকী আন্দোলন

কোচবিহার বিজেপি জেলা সভানেত্রী মালতি রাভা জানান, ‘করোনা মোকাবিলার সঙ্গে সঙ্গে রেশনের জন্যও মানুষকে সংগ্রাম করতে হচ্ছে। আর সেই রেশন তৃণমূল নেতারা তাঁদের নিজস্ব গোডাউনে ভরছে। করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার হাস্যকর পরিবেশ সৃষ্টি করছে। কোভিডে মৃত্যু, কোভিড আক্রান্তের সংখ্যা সহ,কোভিডে মৃত্যুর সঠিক পরিসংখ্যানও জানানো হচ্ছে না সরকারের তরফে। কোভিডে মৃতদেহ লোপাট করা হচ্ছে।’ পাশাপাশি তিনি জানান, ‘একটা সফল সরকার তখনই বলা চলে যখন সংকটজনক পরিস্থিতিতে মানুষের পাশে থাকে সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে পাশে থাকছে না সরকার। তাই তাদের এই প্রতীকী অবস্থান।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here