নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকে দলবদলের পালা লেগেই রয়েছে। সেই দলবদলে উঠে এল আমপানের দুর্দশার চিত্র। কেশিয়াড়ী ব্লকের বাঘাস্তি পঞ্চায়েতের কুলবনী ৬৭ নং বুথের বিজেপির সভাপতি শিবশঙ্কর জানা ও পঞ্চায়েত সমিতির বিজেপির পদপ্রার্থী মিঠু ঘোষ, বুথের প্রায় ২০ টি পরিবারকে নিয়ে যোগদান করে তৃণমূলে।
কেশিয়াড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের দাবি,শুক্রবার রাতে বিধায়কের কার্যালয়ে এসে বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতির পদপ্রার্থী সহ সেই বুথের বিজেপি থেকে ২০ টি পরিবার তৃণমূলে যোগদান করেছেন। এদিন রাতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক পরেশ মুর্মু ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ।
আরও পড়ুনঃ আতঙ্কে রাত কাটছে জটেশ্বর গ্রামের বাসিন্দাদের
নবাগতদের দাবি, এলাকার বিধায়ক পরেশ মুর্মু আমপান প্রাক্কালে ত্রিপল থেকে শুরু করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।কিন্তু বিজেপির তরফে আমপানে ক্ষতিগ্রস্তদের একটি ত্রিপলও কেউ সাহায্য পায়নি বলে অভিযোগ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরে আড়াই বছরেও এলাকায় কোন উন্নয়নমূলক কাজকর্ম হয়নি।
আরও পড়ুনঃ ২১ জুলাই ভার্চুয়াল মাধ্যমে প্রথমবার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা
বিজেপি থেকে তৃণমূলে যোগদান কারীদের বক্তব্য “বিজেপিতে থেকে এলাকার উন্নয়ন করব, এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব এই আশা নিয়ে বিজেপি দলটা করেছিলাম। কিন্তু তা হলনা।” এরজন্য বিজেপির নেতৃত্বদের অপদার্থতা ও ব্যর্থতার কথা তুলে ধরেছেন তারা। তাই তারা তৃণমূলে যোগ দিলেন। এদিনের দলবদলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশিয়াড়ীর বিধায়ক পরেশ মুর্মু, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ,ব্লকের তৃণমূল নেতৃত্ব সহ অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584