বিজেপি-তৃণমূলের অভিযোগ পাল্টা অভিযোগে ধুন্ধুমার দাসপুর

0
43

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপি নেতার উপর আক্রমণে অভিযোগের পাল্টা অভিযোগে ধুন্ধুমার দাসপুরের রাজনীতি। বিজেপির হয়ে প্রচারে নামায় রাস্তার মধ্যেই বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির ওবিসি মোর্চার সম্পাদকের উপর হামলার অভিযোগ উঠল।ঘটনার অভিযোগ দায়ের হল থানায়।ঘটনাটি দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার।

অশোক কুমার সিনহা,স্থানীয় বিজেপি নেতা। নিজস্ব চিত্র

বিজেপিরে ঘাটাল সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অশোক সিনহার অভিযোগ ৫ এপ্রিল শুক্রবার বাজার থেকে ফেরার পথে রাস্তার মধ্যেই তৃণমূলের এক নেতা অনুপ মাইতি তাঁকে মারধর করেন।সে ঘটনার কথা তিনি লিখিতভাবে দাসপুর থানায়ও জানিয়েছেন বলে অশোক বাবু জানান কিন্তু অনুপ বাবু অশোকবাবুর এই অভিযোগ মানতে নারাজ।

অনুপ মাইতি স্থানীয় তৃণমূল নেতা। নিজস্ব চিত্র

তাঁর বিরুদ্ধে তোলা অশোক বাবুর সমস্ত অভিযোগ নস্যাৎ করে অনুপ বাবু জানান,অশোক বাবুই দলবল নিয়ে রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের বাড়িবাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন।

আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বেলদার খালিনা গ্রাম

স্থানীয় সংবাদের ক্যামেরা পৌঁছে যায় উভয় পক্ষের কাছেই।অভিযোগ পালটা অভিযোগে মুখর উভয়েই।ভোটের দিন যত এদিয়ে আসবে রাজনৈতিক দলগুলো লাগাতার নিজেদের মধ্যে বাক বিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়বে,বঙ্গ রাজনীতিতে এমন রেওয়াজ যেন বেড়েই চলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here