কেশপুরে সিএএ-র প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

0
45

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

 

এনআরসি ও সিএএ-র প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের দাপুটে বিজেপি নেতা মহম্মদ সেলিম সহ তার অনুগামীরা।

protest nrc caa| newsfront.co
দলবদল। নিজস্ব চিত্র

রবিবার মেদিনীপুর শহরের ফেডারেশন হলে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন মহম্মদ সেলিম সহ শতাধিক বিজেপি কর্মী।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রাক্কালে মহম্মদ সেলিম ও তার অনুগামীদের হাত ধরেই কেশপুর দখল করেছিল বিজেপি। লোকসভা নির্বাচনের পরেও ভারতী ঘোষের সাথে এক মঞ্চে একাধিক কর্মসূচি নিতে দেখা গেছে মহম্মদ সেলিমকে।

 

একদা ভারতী ঘোষ  ঘনিষ্ঠ এই মহম্মদ সেলিমকে বিজেপির হয়ে সন্ত্রাস চালানোর অভিযোগে একাধিকবার জেলে যেতে হয়েছে। সেই সময় তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছিল মহম্মদ সেলিম সহ বিজেপি নেতৃত্ব। এখন অবশ্য তিনি শাসকদলের পাশেই দাঁড়ালেন। এ বিষয় নিয়ে তৃণমূলের জেলা সভাপতির দাবি, আইন চলবে আইনের পথেই সেখানে দল কোনো রকম হস্তক্ষেপ করবে না। দলের শৃঙ্খলা ভঙ্গ করে অশান্তি ছড়ানোর চেষ্টা হলে কঠোর হাতে ব্যবস্থা নেবে দল। পুরনো কর্মীদের পাশাপাশি নবাগতদের উদ্দেশ্য দলের অবস্থান স্পষ্ট করলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।

protest nrc caa| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃউপ-পুরপ্রধানের ছেলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম বলেন বিজেপির সংগঠন ও নেতৃত্ব নেই। এরা মানুষের পাশে কখনো থাকতে পারে না এরা সব সময় স্বার্থ নিয়ে চলছে। শুধু তাই নয় রাজ্য স্তর থেকে জেলাস্তরে স্বার্থের রাজনীতি দেখা যায় বিজেপির মধ্যে। তবে আমি সাধারন মানুষের জন্য লড়াই করছি আর সাধারন মানুষের সঙ্গে লড়াই করব, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না তেমনি জনগণের নেতা তৈরি হওয়া যায় না এমন মন্তব্য করেন কেশপুরের দাপুটে নেতা মহম্মদ সেলিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here