মেদিনীপুরে ছাত্রযুব’র ক্ষুদিরাম স্মরণ

0
196

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

জেলা জুড়ে ছাত্রযুবদের উদ‍্যোগে পালিত হলো ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস।ভারতের যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)ও ভারতের ছাত্র ফেডারেশনের (এসএফআই)যৌথ উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১১ তম আত্মবলিদান দিবস।

নিজস্ব চিত্র

এদিন সকালে এলআইসি মোড়ে জেলা শাসক কার্যালয়ের সম্মুখে অবস্থিত ক্ষুদিরামের মর্মর মুর্তিতে মাল‍্যদানের মধ‍্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে ছাত্রযুবদের একটি বাইকর‍্যালি আমতলার ক্ষুদিরাম পার্কে যায়।সেখানে যুব ফেডারেশনের উদ‍্যোগে প্রতিষ্ঠিত এবং আজদ হিন্দ বাহিনীর বীর সেনানী ক‍্যাপটেন লক্ষ্মী সায়গলের হাতে উদ্বোধন হওয়া ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল‍্যদান করা হয়। সেখান থেকে বাইকর‍্যালি হবিবপুরে যায় সেখানে ক্ষুদিরামের মূর্তিতে মাল‍্যদান করা হয়। বিভিন্ন স্থানে মাল‍্যদান করেন কৃষক নেতা তরুণ রায়,ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা,জেলা সম্পাদক দিলীপ সাউ প্রমুখ।

নিজস্ব চিত্র

এছাড়াও উপস্থিত ছিলেন সৌগত পন্ডা, আব্দুল রাফে, সুব্রত চক্রবর্তী,সঞ্জয় সিনহা,বিশ্বজিৎ ঘোষ প্রমুখ ছাত্রযুব নেতৃবৃন্দ।অন‍্যদিকে এদিন সকালে সংগঠনের একটি প্রতিনিধিদল ক্ষুদিরামের জন্মস্থান কেশপুরের মোহবনীতে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এর পাশাপাশি সংগঠন দ্বয়ের উদ‍্যোগে সংগঠনের জেলা দপ্তর, নাড়াজোল বাসস্ট্যান্ড, মেদিনীপুর কলেজ গেট সহ জেলার বিভিন্ন প্রান্তে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here