মহাবঙ্গ সাহিত্য পরিষদের রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন কবি দেব দত্ত

0
245

শ্যামল রায়,নদীয়াঃ

কলকাতার রবীন্দ্রসদনে অবনীন্দ্র সভাঘরে মহাবঙ্গ সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা উৎসবে রবীন্দ্র স্মৃতি পুরস্কার দেওয়া হল অতি পরিচিত কবি দেব দত্তকে।সাহিত্য পরিষদের প্রধান কর্ণধার তপন সাহা তিনি জানিয়েছেন যে দেবদত্ত দীর্ঘদিন ধরে কবিতা লেখার সাথে যুক্ত তার কবিতা ইতিমধ্যে শুধু পশ্চিমবাংলায় নয় এই রাজ্যের বাইরে ও বিভিন্ন লিটল ম্যাগাজিনে তাঁর কবিতা আমরা পড়তে পারি।কবি দেব দত্ত দীর্ঘ ৩৬ বছর ধরে সাহিত্যের অঙ্গনে তার হাঁটাচলা। তিনি ইতিমধ্যে বিভিন্ন আয়োজক সংস্থার তরফ থেকে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়ে কবি দেব দত্ত সাহিত্য পরিষদের কর্ণধার তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।সেই সাথে কৃতজ্ঞবোধ এর কথা ও জানিয়ে দিয়েছেন।

নিজস্ব চিত্র

কবি দেব দত্ত ইতিমধ্যে ষাটটি কাব্যগ্রন্থ বের করে ফেলেছেন যা কিনা কবিতার মাটিকে আরো শক্তপোক্ত করেছে তার লেখনি শক্তি।কবি দেব দত্ত লেখালেখির পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। শারীরিকভাবে একজন প্রতিবন্ধী ব্যাক্তি হলেও তার কর্মকাণ্ড এবং সামাজিক দায়বদ্ধতায় কোনরকম খামতি চোখে পড়ে না আজও। কবিতার জগতে তার অবাধ বিচরণ আমাদের কবিদের কাছে একটা নিষ্ঠা এবং সততার আদর্শ ব্যাক্তি হিসেবে সকলের কাছে পরিচিতি।সাহিত্যের অঙ্গনে যেমন সর্বদা নিজেকে নিজে তো রাখেন তেমনি একজন সংগঠক হিসেবেও সুনাম চারিদিক। কবিতার আঙ্গিনায় রবীন্দ্রস্মৃতি পুরস্কার পেয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে বাবা অরুণ দত্ত মা কবিতা দত্ত তাঁর কবিতা লেখার প্রথম প্রেরণা যুগিয়েছেন।আর সেই থেকে আজও প্রবাহমান স্রোতের মতো কবিতায় তাঁর বিচরণ থেমে নেই। তাই কবিতায় ইতিমধ্যে তার কাব্যগ্রন্থ দিগন্ত,

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here