অবিভক্ত মেদিনীপুরে মোট ৩৫টি আসনই জিতবে বিজেপি! কাঁথিতে রণহুংকার শুভেন্দু’র

0
71

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকায় কেন্দ্রের কৃষি আইন ও জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের পদযাত্রা ও জনসভার আয়োজন করা হয়েছিল, যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ সৌগত রায়।

Suvendu's meeting | newsfront.co
সভামঞ্চ। নিজস্ব চিত্র

ঐদিন বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন মন্ত্রী ও সাংসদ,তারই পাল্টা মিছিল ও জনসভার আয়োজন করা হল বৃহস্পতিবার। এইদিন কাঁথি শহরে বিজেপির আর নয় অন্যায় এই বার্তাকে উপেক্ষা করেই এই পদযাত্রা ও জনসভার আয়োজন করা হয় যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari | newsfront.co
শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

গতকালের সৌগত রায়ের মন্তব্যের একাধিক পাল্টা মন্তব্য করতে শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখ থেকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন গোপীবল্লবপুরের দিলীপ ঘোষ আর কাঁথির শুভেন্দু অধিকারী, একদিকে জঙ্গলমহলের লাল মাটি ও বঙ্গোপসাগরের বালুমাটি এক হয়েছে যেতে তো তোমাদের হবেই, পদ্ম ফুটিয়ে ঘুমাতে যাব, এইদিন এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ শুভেন্দু মিছিলের মধ্যেই তাকে চ্যালেঞ্জ জানাতে মেদিনীপুর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি, তিনি বলেন, “মিনি পাকিস্তান বালা মন্ত্রী বলেছেন শুভেন্দুর গলায় পরিবর্তন মানায় না, আরে মিনি পাকিস্তান বালা মন্ত্রী আপনার জামাই এর কথা বলিনি। আমি বলেছি লাল চুল কানের দুল যার নাম যুব তৃণমূল, তার কথা বলেছি। আমি বলব পাথর চোর, কয়লা চোর,বালি চোর ভাইপোর কথা, এবার যদি ক্ষমতায় আসে কিডনি পাচার করবে।”

Suvendu in kanthi | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে অবিভক্ত মেদিনীপুরে মোট ৩৫ টি আসন রয়েছে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলেন ৩৫ টা আসন আমরা জিতব, গণনার দিন দুপুর বেলা সৌগত রায় ও নেত্রী আমার বাড়িতে নেমন্তন্ন খেতে আসবেন।

আরও পড়ুনঃ বিজেপি বিরোধী বলে অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি বিতর্কে ষড়যন্ত্র, নবান্নে দাবি মুখ্যমন্ত্রীর

কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “সৌগত রায় যা যা বলেছিলেন তার উত্তর আমি দিয়ে দিয়েছি, আপনি কি বলবেন জানা তার পরিপ্রেক্ষিতে আগামীতে নন্দীগ্রামে সভা করবো আমরা, সেখান থেকেই আপনার জবাব আমি দিয়ে দেব।” এই দিন এই মঞ্চে একাধিক বিজেপি শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও মূল বক্তা হিসেবে পরিচিত ছিল শুভেন্দু অধিকারী।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য যুব বিজেপির সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ, সহ একাধিক রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব,এইদিন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত কনিষ্ক পন্ডা সহ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেন। কার্যত এক কথায় বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে এখন শুভেন্দু অধিকারী যে গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here