মনিরুল হক, কোচবিহারঃ
লকডাউন, কিন্তু তাতে কি! নিজেদের খেয়ালে গানের তালে সচেতনতা করতে বেরিয়ে পড়লেন বিজেপির নেতৃত্ব। এমন উদাসীনতায় কার্যত হতবাক কোচবিহারবাসী। কোচবিহার শহরের ১ নং ওয়ার্ডের মাণ্টু দাস গুপ্ত পল্লী এলাকায় কীটনাশক প্রয়োগের পাশাপাশি গানের সুরে সচেতনতার বার্তা দেয় তারা।
তাঁদের অভিযোগ, পরিচ্ছন্নতার অভাব রয়েছে কোচবিহার শহরে। এই সঙ্গে তাঁদের দাবী, কোচবিহার শহর সামান্যতম নাগরিক পরিষেবা পাচ্ছে না সাধারন মানুষ। ১ নং ওয়ার্ড সব দিক থেকে বঞ্চিত রয়েছে। তাই পরিবেশকে পরিচ্ছন্ন করতে বাধ্য হয়ে পথে নামতে হয়েছে দলীয় কর্মীদের।
আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃপুরো দেশে রাত ১২ টা থেকে ২১ দিনের লক ডাউন
এবিষয়ে কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা বলেন, এই সংকট কালে আমরা মানুষের পাশে রয়েছি। দলীয় কর্মীরাও বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্ন পরিবেশ তৈরির কাজে হাত মিলিয়েছে। আমরা দলের পক্ষ থেকে লক ডাউন মেনে চলার আহ্বান জানাচ্ছি সকলকে। তবে এতো জনে মিলে রাস্তায় বেরিয়ে এমতাবস্থায় কি করে যে লকডাউন মানছেন তা বোঝা দুঃসাধ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584