প্রাণনাশের ভয়ে জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় কর্মীদের

0
64

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুরঃ  বিজেপি প্রার্থীদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য দেওয়া হচ্ছে প্রাণে মারার হুমকি। এমনকি বিজেপি কর্মী ও প্রার্থীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় বহু বিজেপি প্রার্থী ভয়ে ঘর ছাড়া। প্রার্থীরা আশ্রয় নিয়েছে বালুরঘাট জেলা বিজেপি কার্যালয়ে।

কিছু দিন আগে উদ্বোধন হওয়া কার্যালয়ে দীলিপ ঘোষ

এই মুহূর্তে জেলা কার্যালয়ে ৭০এর বেশি বিজেপি প্রার্থী আশ্রয় নিয়েছে যারা গঙ্গারামপুর ও কুশমণ্ডি এলাকার বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীদের ঘরে ফিরিয়ে দেওয়া হবে বলে জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার জানান।
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষ হামলা বেড়েই চলছে। বাদ যায়নি দক্ষিণ দিনাজপুর জেলাও।
অভিযোগ, প্রথমে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়া এবং পরে জমা মনোনয়ন প্রত্যাহারের জন্য বিরোধীদের হুমকি দেওয়া হচ্ছে। বিশেষত দক্ষিণ দিনাজপুরে বিজেপি প্রার্থীদের মনোনয়ন তোলার জন্য দেওয়া হচ্ছে হুমকি। মনোনয়ন না তুললে চলছে হামলা। প্রাণ ভয়ে একে একে বিজেপি প্রার্থীরা ঘর ছাড়তে শুরু করেছেন। ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে ছুটছেন প্রার্থীরা।
অবশেষে জেলা বিজেপি কার্যালয়কেই সব থেকে নিরাপদ ভেবে সেখানে আসতে শুরু করেছেন প্রার্থীরা। এক দুজন নয় এই মুহূর্তে ৭০ এর বেশি প্রার্থী ঠাঁই নিয়েছে জেলা কার্যালয়ে। সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দলীয় ভাবে। ঘরে না ফেরা পর্যন্ত তারা দলীয় কার্যালয়েই থাকবেন বলে জানানো হয়েছে।
ঘর ছাড়া বিজেপি কর্মী নাচমুল বিবি জানান, বিজেপির হয়ে মনোনয়ন জমা দেওয়ায় তাদের উপর হামলা চালানো হচ্ছে। তাই আতঙ্কে ঘর ছেড়েছেন তারা। তাই পার্টি অফিসে আশ্রয় নিয়েছে তারা।

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন, যে ভাবে মনোনয়ন তোলার জন্য তাদের প্রার্থীদের উপর হুমকি ও হামলা চালানো হচ্ছে সেই ভয়েই ঘর ছেড়ে দলীয় কার্যালয়ে আসতে শুরু করেছে। নিরাপদ আশ্রয়েই রয়েছেন তারা। মূলত ঘর ছেড়ে দলীয় কার্যালয়ে ৭০ এর বেশিজন পার্টি অফিসে রয়েছে। অভিযোগ জানালেও পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভুমিকা পালন করছে। নিরাপদে ঘরে পৌঁছে না দেওয়া প্রর্যন্ত তারা পার্টি অফিসেই থাকবেন বলে শুভেন্দুবাবু জানিয়েছেন।(ছবি-সংগৃহীত )

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here