মনিরুল হক, কোচবিহারঃ
করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগের জেরে মৌন প্রতিবাদ অবস্থান কর্মসূচির আয়োজন করে বিজেপি। জানা যায়, রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা কর্মসূচি নিজেদের বাড়িতেই করেন রাজ্য বিজেপি নেতা-কর্মীরা। আর একই সাথে এদিনের এই কর্মসূচি রাজ্য জুড়ে পালন করছে বিজেপি ও তার শাখা সংগঠনগুলি।
এদিন কোচবিহার জেলার দিনহাটা শহর মন্ডলের বিজেপির যুবমোর্চা সভাপতি মুন্না সাউয়ের বাড়িতেও ওই মৌন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, এই কর্মসূচিতে মুন্না সাউ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার সাধারন সম্পাদক সুব্রত সাহা, বিজয় বর্মণ, তন্ময় চক্রবর্তী সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ মগরাহাটের উস্থিতে ত্রাণ বিলি ঘিরে গোষ্ঠী কোন্দল তৃণমূলের
এমনকি সত্য ঘটনা চেপে দেওয়া হচ্ছে। করোনা আক্রান্তে মৃত্যুর তথ্য জানানো হচ্ছে না রাজ্যবাসীকে। শুধু তাই নয়, আক্রান্তদের খবর চেপে দেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় কত জনের মৃত্যু হয়েছে ও কতজন এখনও আক্রান্ত হয়েছে, তার সঠিক তথ্য প্রকাশ করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেন দিনহাটা শহর মন্ডলের বিজেপির যুব মোর্চা সভাপতি মুন্না সাউ। এছাড়াও রেশনের চাল পাচার হচ্ছে। আর সেই পাচার হওয়া চাল নিয়েই, দলের নাম করে বিতরণ করছে কর্মীরা বলে তীব্র নিন্দা করেন মোর্চা সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584