নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রবিবার গোটা আলিপুরদুয়ার জেলাজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে এবং অবিলম্বে গোটা পরীক্ষা পদ্ধতি বাতিল করে ফের নতুন ভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে সোমবার দুপুরে ফালাকাটা বিডিও অফিসের সামনে আলিপুরদুয়ার জেলা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ধর্না অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন, বিজেপি নেতা নারায়ণ মণ্ডল, বিজেপির আলিপুরদুয়ার ১৩ নং মন্ডলের সম্পাদক সুব্রত সাহা সহ অনেকেই।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় তৃণমূল সার্কাসে পরিণত হয়েছেঃ অধীর
এদিন বিজেপি নেতা নারায়ণ মণ্ডল বলেন, “রবিবার আলিপুরদুয়ার জেলায় কয়েক হাজার পরীক্ষার্থী অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মী পদে পরীক্ষায় বসেন। দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১২ টা পর ১টা বেজে গেলেও বেশির ভাগ পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পত্রই পৌঁছায়নি।
আরও পড়ুনঃ বাম কংগ্রেস জোট অনিবার্য, জানালেন অধীর
অনেক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষাই দিতে পারেননি। বেকার মহিলা কর্মপ্রাথীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদের আমরা আলিপুরদুয়ারের প্রত্যেকটি বিডিও অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584