নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বিড়ি শিল্পের সংকট মুহূর্তে মালদহ জেলায় শুরু হয়েছে কালোবাজারি। আর্থিক সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু বিড়ি ব্যবসায়ী বিড়ি তৈরির জন্য অর্ধেক মজুরি দিচ্ছেন বিড়ি শ্রমিকদের। বাধ্য হয়ে মাত্র ৬০ থেকে ৭০ টাকা প্রতি হাজারে বিড়ি বাঁধছেন বিড়ি শ্রমিকরা।
মালদহ জেলার হাজার হাজার বিড়ি শ্রমিক অসহায় হতদরিদ্র। লকডাউনে পরিবারের ছোটদের দিয়েও বিড়ি বাঁধানো হচ্ছে। সংগঠনের নেতৃত্বে অভিযোগ, বড় বিড়ি ফ্যাক্টরি তাদের উৎপাদন বন্ধ করলেও বেশ কিছু ছোট ছোট বেনামী ফ্যাক্টরির মালিক ও দালালরা বেআইনিভাবে কম মজুরিতে বিড়ি বানিয়ে মজুত করছে।
আরও পড়ুনঃ হাঁটা পথে নেপাল থেকে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
জেলার সমস্ত বিড়ি শ্রমিকের পরিবার সংকটের মধ্যে রয়েছে। জানা যাচ্ছে, কিছু দালাল রয়েছেন, যাদের কাছে অগের মশলা ও পাতা মজুত ছিল, তারাই মানুষের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584