গুগল প্লে-স্টোর থেকে ব্ল্যাকলিস্টেড ২৯ অ্যাপস

0
130

নিউজফ্রন্ট,টেক ডেস্কঃ

গুগল তাদের প্লে স্টোর থেকে ২৯টি অ্যাপকে সরিয়ে দিয়েছে।ইউজারদের ফটো চুরির অপরাধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।এগুলি আসলে ম্যালভিওস নেভিগেশন অ্যাপ্স (malivious navigation apps)।নিরাপত্তা সংস্থা ‘ট্রেন মাইক্রোর’ মতে অ্যাপ গুলোর মধ্যে ম্যালওয়্যার রয়েছে।ম্যালওয়্যার সাধারণত অসৎ উদ্দেশ্যেই বানানো হয়।কম্পিউটার সফটওয়্যার এর পর মোবাইলের দুনিয়াতেও এর রমরমা ক্রমবর্ধমান।মলিকিউস সফটওয়্যার এর সংক্ষিপ্ত রূপ এটি।ম্যালওয়্যার কে আন্টি ভাইরাস সনাক্ত করতে পারে না।ফলে সমস্যা জটিল রূপ নেয়।গুগল ২৯টি অ্যাপ কে ব্ল্যাকলিস্টেড করার সিদ্ধান্ত নেয়।এই অ্যাপস গুলির মধ্যে বেশির ভাগ ফটো ডাউনলোড হয়েছে এশিয়া মহাদেশের,বিশেষত ভারত থেকে।গুগল ইতিমধ্যে অ্যাপ গুলিকে সরিয়ে দিলেও,ফোন এ থাকলে আনইন্সটল করে নেওয়াটাই ভালো বলে মত বিশেষজ্ঞ মহলের। অ্যাপ গুলি হলো,প্রো ক্যামেরা বিউটি,কার্টুন আর্ট ফটো,ইমোজি ক্যামেরা,আর্টিস্টিক এফেক্ট ফিল্টার,আর্ট এডিটর,বিউটি ক্যামেরা,সেলফি ক্যামেরা প্রো,হোরিজন বিউটি ক্যামেরা,সুপার ক্যামেরা,আর্ট এফেক্ট ফর ফটো,ঔষম কার্টুন আর্ট,আর্ট ফিল্টার ফটো,আর্ট ফিল্টার ফটো এফেক্ট,কার্টুন এফেক্ট,আর্ট এফেক্ট,ফটো এডিটর,ওয়াল পেপার এইচ ডি,ম্যাজিক আর্ট ফিল্টার ফটো এডিটর,ফিল আর্ট ফটো এডিটর,আর্ট ফ্লিপ ফটো এডিটর,প্রিজমা ফটো এফেক্ট,পিক্সচার ইত্যাদি।

আরও পড়ুনঃ শাওমিকে টেক্কা দিতে স্যামসাং-এর প্রয়াস

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here