নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রবিবার মধ্যরাতে ৫ মিনিটের ব্যাবধানে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু বিমানবন্দরের বায়ু সেনা পরিচালিত হাই সিকিউরিটি এলাকা। প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে বিস্ফোরণ ঘটানো হয়েছে ড্রোনের সাহায্যে।
বিমানবন্দরের যেখানে বিস্ফোরণ দুটি হয়েছে সেটি বায়ু সেনা স্টেশনের প্রযুক্তিগত অংশ। বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বা ক্ষতি হয়নি কোন যন্ত্রপাতিরও, এমনটাই জানা গিয়েছে সেনাবাহিনী সূত্রে।
প্রথম বিস্ফোরণটি হয়েছে একটি বাড়ির ছাদে রাত ১:৩৭ এ, আর তার পাঁচ মিনিট পরেই ১:৪২-এ দ্বিতীয় বিস্ফোরণ হয় খোলা জায়গায়। দুটি বিস্ফোরণেরই তীব্রতা খুবই কম থাকায় এড়ানো গিয়েছে ক্ষয়ক্ষতি। ঘটনার তদন্ত শুরু হয়েছে, বায়ু সেনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে এই তথ্য।
বিস্ফোরণের অব্যবহিত পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে জোড়া বিস্ফোরণের তদন্তে। বায়ু সেনা স্টেশনের আশে পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে সার্চ অপারেশন। এনআইএ, এনএসজি-র বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানতে পেরে রাজনাথ সিং কথা বলেন বায়ু সেনার ভাইস চিফ এয়ারমার্শাল হরজিত সিং অরোরার সাথে, বিস্তারিত জানতে চান বিস্ফোরণ সম্পর্কে। ঘটনাস্থলে পৌঁছেছেন বায়ু সেনার উচ্চ পদস্থ অন্যান্য আধিকারিকরা।
তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে সন্দেহ, এটি আইইডি বিস্ফোরণ এবং তা ঘটানো হয়েছে ড্রোনের সাহায্যে। ঘটনাস্থল থেকে ভারত-পাকিস্তান সীমান্তের দূরত্ব মাত্র ১৪ কিমি। এর আগেও একাধিক বার ভারতের সীমানার মধ্যে প্রায় ১২কিমি -এর মধ্যে ড্রোনের সাহায্যে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তদন্তে নজর রাখা হচ্ছে সব বিষয়গুলিতেই।
প্রসঙ্গত উল্লেখ্য, একটি অন্য ঘটনার তদন্ত করতে গিয়ে জম্মু পুলিশ সন্ত্রাসবাদী সন্দেহে দুজনকে আটক করে। তারা কোনভাবে এই বিস্ফোরণের ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584