মালদহ ক্লাবে দৃষ্টিহীন বনাম দৃষ্টিমান দাবা প্রতিযোগিতা

0
85

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

স্পার্ক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দৃষ্টিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সারাবাংলা দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মালদায়। মালদহ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সারাবাংলা এই দাবা প্রতিযোগিতার সহযোগিতায় ছিল মালদা জেলা পরিষদ, মালদা জেলা প্রশাসন, ইংরেজবাজার পুরসভা, পুরাতন মালদা পুরসভা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।

নিজস্ব চিত্র

প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে দৃষ্টিহীন বনাম দৃষ্টিমান দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।

নিজস্ব চিত্র

জানা যায় শনিবার এবং রবিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত সারাবাংলা দাবা প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ১২৫ জন প্রতিযোগী অংশ নিয়েছে। তাদের মধ্যে ৭৫ জন দৃষ্টিহীন ৫০ জন সাধারণ এবং কুড়ি জনেরও বেশি মহিলা প্রতিযোগী অংশ নিয়েছে। এদিন দৃষ্টিহীনরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। সকল প্রতিযোগিরা প্রতিযোগীদের সাথে মুখোমুখি হবে।

নিজস্ব চিত্র

এই বিষয়ে জেলা শাসক রাজশ্রী মিত্র জানান এই উদ্যোগ অভিনব। খুব ভালো লাগছে এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, একশ্রেণীর মানুষ দৃষ্টিহীনদের অবহেলা করে।

নিজস্ব চিত্র

তা করা কখনই ঠিক নয়। স্পার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দৃষ্টিহীনদের নিয়ে আজ দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here