নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
একদিকে যখন মহামারি ভাইরাসের মোকাবিলায় জর্জরিত রাজ্যের মানুষ, হু হু করে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে এ রাজ্যের বহু মানুষ বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন।

তার মাঝে সুপার সাইক্লোন আনফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের একাধিক জেলার মানুষ। ভেঙেছে বহু ঘরবাড়ি। ক্ষতি হয়েছে একাধিক জমির ফসল।
আরও পড়ুনঃ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে উদ্যোগী যুবকরা
এই পরিস্থিতিতে কার্যত মহা সংগ্রাম করছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসন। শুক্রবার কোলাঘাট ব্লকের ক্ষুদ্র কুটির শিল্পের চেয়ারম্যান বিপ্লব রায় চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তার বিবরণ দিলেন।
তিনি বলেন, ‘যেভাবে রাজ্য সরকার সাধারণ মানুষের সাথে সহযোগিতা করেছে, তাতে উপকৃত হয়েছে সাধারণ মানুষ।তবে আগামী দিনে আমাদের এই যুদ্ধ কার্যত জারি থাকবে এই মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584