নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সিএএ-এনআরসি আইন বন্ধ করার দাবিতে জেলার ব্লক স্তরে চলছে মহামিছিল, সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহামিছিলের আয়োজন করা হয়।

শনিবার এই মিছিল চন্দ্রকোনা রোড শহর পরিক্রমা করে।মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো-সহ একাধিক ব্লক তৃণমূল নেতৃত্ব।
এদিন এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের লক্ষ্য করা যায়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারা শহর মিছিল পরিক্রমা করে অবশেষে চন্দ্রকোনা রোড চৌরাস্তা মোড়ে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ করা হয়।
এই পথসভায় একাধিক তৃণমূল ব্লক নেতৃত্ব বক্তব্য রাখেন যেখানে কেন্দ্রীয় সরকারের নানা আইনের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584