মহিলাদের আত্মরক্ষার্থে ক্যারাটে প্রশিক্ষণ শিবির দিনহাটায়

0
81

অমৃতা চন্দ, কোচবিহারঃ

মহিলাদের আত্মরক্ষার্থে পুলিশের উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো দিনহাটায়।

দিনহাটা শহরের বোর্ডিং মাঠে পাঁচদিনের এই শিবিরের উদ্বোধন করেন দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, হাসপাতাল সুপার ডক্টর রনজিত মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি সঞ্জয় দত্ত, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন,দিনহাটা শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় চক্রবর্তী, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম নন্দী, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গড়িয়া শংকর মাহেশ্বরী সহ অন্যান্য বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

প্রশিক্ষণ। নিজস্ব চিত্র

পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বর্তমান সময় কালে এ রাজ্যের পাশাপাশি সারা দেশজুড়ে নারীদের নারী নির্যাতন ধর্ষণ থেকে শুরু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে লাঞ্ছিত হতে হচ্ছে। নারীরা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে সেই উদ্যোগেই কোচবিহার পুলিশের তরফ থেকে পাঁচ দিনের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

নিজস্ব চিত্র

প্রথম দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নারীদের বর্তমান সময়ে নিজেদের আত্মরক্ষা করা কতটা জরুরি সে বিষয়ে আলোকপাত করেন।
এই শিবিরে প্রায় ৫০ জন মহিলা অংশগ্রহণ করে এদের মধ্যে কয়েকজন বিবাহিত মহিলা রয়েছেন। এই শিবির ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

নিজস্ব চিত্র

শিবিরের প্রশিক্ষণ নিতে আসা অনুপ্রিয়া চন্দ বলেন, বর্তমান সময়ে নানা ভাবে আক্রান্ত হতে হচ্ছে মহিলাদের তাই নিজেকে রক্ষা করতে পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ শিবিরে তিনি অংশ নেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here