পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ



উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের লোধিপুর খোয়াসপুর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ দিন ধরে স্কুলে পঠন পাঠনের বেহাল দশা। স্কুল মোট ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ১৫০ জন। নিয়মিত পড়ুয়ারা স্কুলে পৌঁছায় কিন্তু শিক্ষক আসেনা বলে অভিযোগ।স্কুলে শিক্ষক শিক্ষিকা সংখ্যা সাত।তাদের মধ্যে বেশিরভাগই অনুপস্থিত থাকেন।প্রায় ছয় মাস ধরে পড়াশোনা বন্ধ, ঠিক মতো মিডডে মিল রান্নাও হয় না,সময় মতো স্কুলে পৌঁছান না প্রধান শিক্ষিকাও।স্থানীয় মানুষজন দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষিকা নাজেদা বিবিকে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি।কার্যত স্কুলছুট হচ্ছে ছাত্রছাত্রীরা।শিশু পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এলাকার খেটে খাওয়া দিনমজুর পরিবারের অভিভাবকরা।আজ সকালে স্কুলে আসা আশিজন পড়ুয়া সকাল ১০ টা থেকে স্কুলে গেটে সামনে দাঁড়িয়ে থাকলেও স্কুলে পৌঁছায়নি প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা,স্কুলের ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে বোতলবাড়ি থেকে শিলিগুড়ি বাইপাস রাজ্য সড়ক অবরোধ করে,খবর পেয়ে, দুপুর ১টা নাগাদ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌছায়,এর পরই স্কুলে আসে প্রধান শিক্ষিকা নাজেদা বিবি। প্রায় ঘন্টাখানেক অবরোধ থাকার পরে সংবাদ মাধ্যম প্রতিনিধি সহ স্থানীয় মানুষ স্কুলে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তারা অবরোধ তোলে।ছাত্রছাত্রীরা পড়াশোনা সহ মিডডে মিল যাতে সুষ্ঠু ভাবে পরিচালিত হয় এবং অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয় তার দাবী করে পড়ুয়া সহ অভিভাবকরা।সংবাদমাধ্যমের সামনে প্রধান শিক্ষিকা দাবীর যৌক্তিকতা স্বীকার করার পাশাপাশি স্থানীয় মানুষদের দিকেও অভিযোগের আঙুল তোলেন।


আরও পড়ুন: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে মেলা উদ্বোধন বিধায়কের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584