ব্লকওয়ারী মনোনয়নচিত্র কালনা মহকুমার

0
71

নিজস্ব সংবাদদাতা, কালনাঃকালনা মহকুমার পাঁচ ব্লকেমত গ্রাম সভার আসন–৯০৯ টি | প্রতিন্দ্বিতা হচ্ছে না–৪৯টি | মহকুমায় পঞ্চায়েত সমিতির মোট আসন– ১৩৫টি, প্রতিদ্বন্দ্বিতাহছে না–৩টি | মোট জেলা পরিষদের আসন– ১৪টি | সব কটিতেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে | কালনা-১ব্লকে গ্রাম সভার আসন মোট-১৮০, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেনা ২৫টি আসনে | পঞ্চায়েত সমিতির আসন–২৭, তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না | জেলা পরিষদের তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে | কালনা-২ ব্লকে গ্রাম সভার আসন–১৫৪টি, একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না | পঞ্চায়েত সমিতির আসন-২৪ এবং জেলা পরিষদের দু;টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে | মন্তেশ্বরের মোট গ্রাম সভার আসন–২১৬টি, পঞ্চায়েত সমিতির ৩৬টি,এবং জেলা পরিষদের তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে | পূর্বস্থলী-১ ব্লকের মোট গ্রাম সভার আসন-১৭৮ টির মধ্যে ২১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না | পঞ্চায়েত সমিতির ২১টি এবং জেলা পরিষদের তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে | পূর্বস্থলী-২ ব্লকের গ্রাম সভার আসন-১৮১টি আসনের মধ্যে মাত্র দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না | পঞ্চায়েত সমিতির ২৭ টি এবং জেলা পরিষদের তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে |
পূর্ব বর্ধমান জেলার মোট গ্রাম সভার আসন–৩৮৩০ টি, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না ১৬১১ টি আসনে | পঞ্চায়েত সমিতির আসন–৬১৮টি, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না ৩০০ টি আসনে | জেলা পরিষদের মোট আসন–৫৮টি, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না ১৩টি আসনে |

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here