বজরং ব‍্যায়ামাগারের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার অন্তিম দিনে রক্তদান শিবিরের আয়োজন

0
85

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

blood donation at the last day of cricket tournament
নিজস্ব চিত্র

শীতের আমেজে ক্রিকেটের উষ্ণতাকে সাথে নিয়ে রবিবার রাতে শেষ হলো অখন্ড মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ক্রীড়া প্রতিষ্ঠান বজরং ব‍্যায়ামাগারের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনের দিন রাতের “সুধা তুলসিয়ান,বিন্দা দেবী ও প্রণতি চক্রবর্তী মেমোরিয়াল” ক্রিকেট প্রতিযোগিতা। এবার এই টুর্নামেন্টে অষ্টাদশ বর্ষে পদার্পণ করলো।প্রতিযোগিতা উপলক্ষ্যে বুধবার সকালে ব‍্যায়ামাগার প্রাঙ্গণে আয়োজিত এক রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ ৪৮ জন রক্তদাতা রক্তদান করেন।

blood donation at the last day of cricket tournament 4
রক্তদান শিবির। নিজস্ব চিত্র

রক্তদান শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি, প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, প্রাক্তন কাউন্সিলর শ‍্যামল ভকত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।শিবির পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির জয়েন্ট কনভেনর কুন্দন গোপ।বুধবার বিকেলে এই উপলক্ষ‍্যে একটি বর্ণাঢ্য বাইক র‍্যালী মেদিনীপুর শহর পরিক্রমা করে।এদিন সন্ধ্যায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি,উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি,টুর্নামেন্ট কমিটির যুগ্ম কনভেনর প্রসেনজিৎ সাহা,কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি প্রমুখ।টুর্নামেন্টে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন মহকুমা ও ঝাড়গ্রাম জেলা দলের মধ্যে আন্তঃমহাকুমা ক্রিকেট অনুষ্ঠিত হয়।এতে চ‍্যাম্পিয়ান ও রানার্স হয়ে যথাক্রমে মেদিনীপুর মহাকুমা দল ও ঝাড়গ্রাম জেলা দল।দিন-রাতের মূল প্রতিযোগিতায় প্রবেশ করে।শনিবার ও রবিবার দিন রাতের মূল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। শনিবার সন্ধ্যায় ব‍্যয়ামাগারের পক্ষ থেকে বিভিন্ন খেলার অতীত দিনের বেশ কিছু দিকপাল খেলোয়াড়কে সম্বর্ধনা প্রদান করা হয়।সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিনয় কুমার দাসমাল,স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমীর সম্পাদক শক্তি প্রসাদ মিত্র,প্রাক্তন ক্রিকেটার ও কোচ সুশীল শিকারিয়া প্রমুখ।রবিবার সন্ধ্যায় খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন সি এ বি’র প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে।তিনি টুর্নামেন্ট উপলক্ষ্যে বিশেষ স্মরণিকা “বাউন্সার” প্রকাশ করেন।রবিবার সন্ধ্যায় ভীড়ে ঠাসা কলেজ-কলিজিয়েট ময়দানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ঘাটাল শীলাবতী দলকে ৩৯ রানে পরাজিত করে জয়ী হয় বি ডি একাদশ।ফাইনালে প্রথমে ব‍্যাট করে ব‍্যটাসম‍্যান অভিজিৎ সিং এর বিধ্বংসী ১৬৪ রানের সুবাদে নির্ধারিত ১৮ ওভারে বি ডি একাদশ ২৩৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ঘাটাল শীলাবতী নির্ধারিত ওভারে ১৯৫ করতে সক্ষম হয়।বিজয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফির পাশাপাশি আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়।চ‍্যাম্পিয়ান দলকে নগদ ১ লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

blood donation at the last day of cricket tournament 3
নিজস্ব চিত্র

ফাইনাল সহ প্রত‍্যেকটি ম‍্যাচের ম‍্যান অব্ দি ম‍্যাচ ও ম‍্যান অব্ দি টুর্নামেন্টকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান পীযূষ কান্তি পাল,ডি আর ডিও’র প্রাক্তন সিনিয়র সায়েন্টিস্ট প্রকাশ চন্দ্র গোপ, প্রাক্তন ক্রিকেটার ও কোচ সুশীল শিকারিয়া, সমাজসেবী বিশ্বনাথ তুলসিয়ান, সমাজসেবী কৌশল সিং, টুর্নামেন্ট কমিটির কার্যকরী সভাপতি শান্তনু চক্রবর্তী, টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা ও কুন্দন গোপ, সমাজসেবী গোপাল সাহা, ক্রীড়া পরিচালনক শঙ্কর দাসসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।পাঁচদিনের সামাজিক কর্মসূচি ও খেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় দর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক কুন্দন গোপ।এই টুর্নামেন্টের খেলা গুলো সরাসরি স‍্যাটলিংক লাইভ চ‍্যানের কর্ণাধার সুবীর সামন্তের ব‍্যবস্থাপনায় ফেসবুক ও ইউটিউবে বাংলা,হিন্দি ও ইংরেজি ধারাবিবরণী সহ সম্প্রচাররিত হয়। ক্লাবের পক্ষ টুর্নামেন্টে অংশগ্রহণ কারী সমস্ত খেলোয়াড়কে জার্সি প্রদান করা হয়। খেলা দেখতে মাঠে বেশ কয়েক হাজার দর্শক উপস্থিত‌ হয়েছিলেন।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here