নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
হিমালয় মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকাস্ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে সংস্থার সদস্য-সদস্যারা সরকারের সকল বিধি নিষেধ মেনে রক্তদান করেন।
এ বিষয়ে সংস্থার সভাপতি কৌশিক ভট্টাচার্য্য জানান, সকালে তিনি কলকাতায় রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকের সাথে কথা বলে রক্তদান শিবির করার অনুমতি নেন এবং রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আধিকারিকের কাছে রক্তদান শিবির করার জন্য আবেদন করেন।
আরও পড়ুনঃ ইটাহারের তৃণমূল বিধায়কের সাহায্য দুঃস্থদের
খুব তাড়াতাড়ি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবির করা হবে বলে তিনি জানিয়েছেন। সংস্থার প্রতিষ্ঠা দিবসের অন্যান্য কর্মসূচি বাতিল করে মুখ্যমন্ত্রীর জরুরী ত্রাণ তহবিলেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584