নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
শনিবার পুলিশের উদ্যোগে মুর্শিদাবাদের রেজিনগরে হল রক্তদান শিবির।এদিন থানার হল ঘরে সকাল ১১ টা থেকে শুরু হয় রক্ত দান শিবির। এদিন পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সকলে রক্ত দিলেন। এদিন প্রায় ৩৫ জন মতো রক্ত দান করেন।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ বলেন, ‘করোনা ভাইরাস ও লক ডাউন চলছে। এই সময় বিভিন্ন বেসরকারি সংস্থা গুলো রক্ত দান শিবির করতে পারছে না। সেই কারণে রক্তের একটা ঘাটতি থেকে যাচ্ছে।,তাই জেলা পুলিশের এই উদ্যোগ। সকলের দূরত্ব বজায় রেখে রক্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ চা বিক্রির টাকা এবার কোভিড তহবিলে
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ জেলা সুপার সাবেরী রাজকুমার, যুগ্ম ডিএসপি জীবনেশ রায়, সি আই অমিত নন্দি ও সি স্বরূপ বিশ্বাস।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584