জেলা দ্বিনিয়াত-এর উদ্যোগে রক্তদান শিবির তালিবপুরে

0
100

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা দ্বীনিয়াত-এর উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে ৭৫ রক্তদাতারা প্রদান করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলোতে কৃত্রিম রক্ত সংকট দেখা দিয়েছে সেই পরিস্থিতি বিবেচনা করে মুর্শিদাবাদ জেলা দ্বীনিয়াত মক্তব পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

Meeting
নিজস্ব চিত্র

রবিবার সালার থানার অন্তর্গত তালিবপুর হাই স্কুলের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টার সময় দ্বিনিয়াত-এর পক্ষ থেকে মাওলানা আসিম সাহেব এই কর্মসূচির উদ্বোধন করেন। এই রক্তদান শিবির উপলক্ষে বিভিন্ন বয়সের রক্তদাতাদের মধ্যে উৎসাহ দেখা যায়।

Blood donation
নিজস্ব চিত্র

এই রক্তদান শিবির উপলক্ষে মুর্শিদাবাদ দ্বিনিয়াত মক্তবের সদস্য হাসিবুল শেখ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং রক্তের যে সংকট সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিনিয়ত রক্তদান সম্পর্কে সাধারণ মানুষ বিশেষ করে এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন।

নিজস্ব চিত্র

সবচেয়ে উল্লেখ্য বিষয়, এই বিষয়ে মুসলিম সম্প্রদায় মহিলারা এগিয়ে আসেন রক্তদানে। ছয়জন মহিলা রক্ত দান করেন। মহিলাদের মধ্যে রক্তদানের উৎসাহ দেখে বিশেষ করে এই মফস্বল এলাকায় তাদের এগিয়ে আসাকে উপস্থিত বিশিষ্টজনেরা তাহাদের কুর্নিশ করেন। রক্তদানের শেষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে নবীজির জীবনী সংকলিত বই দেওয়া হয়। সালারে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রক্ত সবাইকে স্মারক ও সার্টিফিকেট দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুনঃ প্রতিদিন স্কুল হোক, চাইছেন শিক্ষক থেকে শিক্ষার্থী সকলেই

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here