নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ার লক্ষ্যে এবং মানুষের পাশে দাঁড়াতে চাইছে জেলা প্রশাসন। সেই লক্ষ্যেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পুলিশ হাউসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
মূলত গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবং এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই এই নয়া উদ্যোগ জেলা পুলিশের। এর ফলে আগামী দিনে এলাকার মানুষের আরো সুরক্ষা দেওয়া যাবে এমনটাই মনে করছে জেলা প্রশাসন,এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মহকুমা শাসক।
প্রত্যেক বছরের মতো এ বছরও আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এই বছর পঞ্চমবর্ষে পদার্পন করলো এই রক্তদান শিবির এবং এই রক্তদান শিবির ছাড়াও এলাকার মানুষের কাছে গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়ার বিরুদ্ধে সচেতন জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ স্মৃতি চারণায় ভাষা শহীদ বরকত
আগামী দিনে যাতে পুলিশ প্রশাসন এলাকায় ভালো কাজের মধ্য দিয়ে এলাকার মানুষের সুরক্ষা বজায় রাখতে পারে সেই লক্ষ্যে এই নয়া উদ্যোগ বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584