মনিরুল হক, কোচবিহারঃ
পরিচয় না দেখে দিনহাটার গণ্ডগোল কারীদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।আজ কোচবিহারে প্রশাসনিক বৈঠকে পুলিশকে ওই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রশাসনিক বৈঠকে দিনহাটা থানার আইসির কাছে গণ্ডগোল কেন হচ্ছে তা নিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি নির্দেশ দিয়ে বলেন, “এরপর দিনহাটায় যাতে আর কোন গণ্ডগোল না হয়।যেই গণ্ডগোল করবে সাথে সাথে ব্যবস্থা নিন।যে করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নিন।কোন নেতাগিরি আমি শুনবো না।”
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই দিনহাটায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার-যুব’র মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।নির্বাচনের আগেই দিনাহাটার গীতালদহে খুন হয় তৎকালীন তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের।নির্বাচনের পরে সেই গণ্ডগোল আরও ব্যাপক আকার নেয়।বোমা গুলির লড়াইয়ে বহু মানুশ আহত,উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র।সম্প্রতি দিনহাটা কলেজে অলক নিতাই দাস নামে প্রথম বর্ষের এক ছাত্রকে পিটিয়ে খুন করা হয়।এরপরেই জেলা জুড়ে দিনহাটার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন মহল।
দেখে নিন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিঃ
গতকাল বামেরা দিনহাটায় মিছিল করে সন্ত্রাস বন্ধের দাবি তোলেন।এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রশাসনিক বৈঠক করে দিনহাটার প্রসঙ্গ নিয়ে কি বলেন, সেদিকেই তাকিয়ে ছিল জেলার প্রায় সব মহল।শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পর দিনহাটার অবস্থার কতটা পরিবর্তন হয়, এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584